হারুন অর রশিদ দুদু, ঝিনাইগাতী (শেরপুর)
প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০১:১০ পিএম
প্রিন্ট সংস্করণ

ঝিনাইগাতীর পাহাড়ি এলাকায় পানি সংকট

ঝিনাইগাতীর পাহাড়ি এলাকায় পানি সংকট

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এমন সংকট দেখা দিয়েছে। এতে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী কয়েক হাজার মানুষকে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে নদী-নালা, খাল-বিল, পুকুর, ঝরনাসহ জলাশয়ের পানি পান করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে পাহাড়ি জনপদের লোকজন। গারো পাহাড়ে বসবাসরত কয়েক হাজার মানুষের জন্য বিশুদ্ধ খাবার পানি পান করার কোনো উৎস নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া, সেচ কাজে শ্যালো মেশিনের মাধ্যমে অতিমাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলন, নদনদীর নাব্য হারানো, পাহাড়ি ঝরনা ও ঝিরির ক্ষীণধারা এবং প্রাকৃতিক জলাশয় ক্রমেই ভরাট হওয়ার ফলে ভূগর্ভস্থ পানির স্তর এমনভাবে নিচে নেমে যাচ্ছে বলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুষ্ক মৌসুমের শুরুতেই সীমান্তবর্তী পাহাড়ি গ্রামগুলোতে প্রতিবছরই বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। গত বছরের মতো এ বছরও ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নেমে গেছে। এতে উপজেলার সীমান্তবর্তী তাওয়াকুচা, পানবর, বাকাকুড়া, গুরুচরণ দুধনই, ছোট গজনী, বড় গজনী, গান্ধিগাঁও, হালচাটি, সন্ধ্যাকুড়া, হলদীগ্রাম, নওকুচি, নকশীসহ বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর প্রায় ১৩০-১৪০ ফুট নিচে নেমে গেছে। ফলে ওইসব এলাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাধা বল্লভ বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটের কথা স্বীকার করে বলেন, শুষ্ক মৌসুমে এ উপজেলার দুটি ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। ফলে পানির জন্য প্রতিবছরই কষ্ট করে জনসাধারণ। তবে রিংওয়েল টিউবওয়েল বসানো হলে পানির সংকট কমে যাবে।

সরেজমিন দেখা গেছে, বিশুদ্ধ খাবার পানি না পেয়ে মানুষ মাটির কূপ, পাহাড়ি ঝরনাসহ বিভিন্ন জলাশয় থেকে পানি সংগ্রহ করছে। আবার অনেকেই দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করে গৃহস্থালির কাজ ও খাবার পানির ব্যবস্থা করছে। নানা রোগজীবাণুযুক্ত পানি ব্যবহারের ফলে লোকজন ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে।

ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকসী বলেন, মূলত সীমান্তবর্তী এলাকাগুলোর লোকজনকে বছরের ছয় মাস দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হয়। কারণ জানুয়ারি থেকে মে-জুন পর্যন্ত পানির স্তর গভীরে চলে যায়। যার দরুণ পুরো ছয় মাস তাদের পানির তীব্র সংকটে ভুগতে হয়। তিনি এসব পানি সংকট এলাকায় পানির নতুন উৎস উদ্ভাবন করে বিশুদ্ধ পানির সংকট দূরীকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

ভোট দেওয়ার শর্তে কোরআন ছুয়ে নিতে হবে টাকা, কল রেকর্ড ভাইরাল

‘বাংলাদেশের গণমাধ্যম ভয়াবহ সঙ্কটকাল পার করছে’

 ছেলের কিল-ঘুষিতে শিক্ষক পিতার মৃত্যু

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ১০ বছর আজ

‘ভয়াল ২৯ এপ্রিল, ১৯৯১ স্মরণ ও প্যারাবন নিধন প্রতিবাদ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শাহ আমানতে ৯০ হাজার দিরহামসহ যাত্রী আটক

আবুধাবিতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি, ৩০ মিনিটেই দুবাই

গরু চোরাচালানে জড়িত ছাত্রলীগ নেতা ও জনপ্রতিনিধি

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ চায় খেলাফত মজলিস

১০

বাংলাদেশ এসএসসি ৯৮ ফ্রেন্ডস ফাউন্ডেশন যাত্রা শুরু

১১

চিকিৎসার জন্য আমেরিকায় গেলেন আমির খসরু 

১২

উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে চীনা বন্দরে রুশ জাহাজ

১৩

বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় নিহতের ঘটনায় ব্যবস্থা : তাপস

১৪

বর্ণিল আয়োজনে রূপায়ণ সিটি উত্তরায় সামার ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত

১৫

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

১৬

বিসিএস পরীক্ষার্থীর আঁকুতি / ‘পরীক্ষা দিতে না পারলে আমি মরে যাব স্যার’

১৭

শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৮

ইউরোপজুড়ে চীন-রাশিয়া ও আরব রাষ্ট্রের ফাঁদ

১৯

বাংলাদেশের ধুলায় মাইক্রোপ্লাস্টিক, বেশি স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

২০
*/ ?>
X