কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ১১:০০ এএম
প্রিন্ট সংস্করণ

চার স্থানে ৫ লাশ উদ্ধার

চার স্থানে ৫ লাশ উদ্ধার

দেশের চার স্থানে ৫ লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে কক্সবাজারের রামুতে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া মাদারীপুর, ঢাকার ধামরাই ও যশোরের অভয়নগরে একটি করে লাশ পাওয়া যায়। প্রতিনিধিদের পাঠানো খবর:

রামু (কক্সবাজার) : উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পৃথক এলাকা থেকে গতকাল শুক্রবার লাশ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দৈনন্দিন কাজে বের হয়ে লোকজন জমিতে যাওয়ার পথে কাউয়ারখোপ উখিয়ারঘোনা লামারপাড়া ৯নং ওয়ার্ডের আধারমানিকের সামনে হাবিব উল্লাহ (২৫) নামে এক যুবকের রক্তাক্ত লাশ দেখতে পায়। সে নুরুল ইসলামের ছেলে। স্থানীয়দের ধারণা, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে একই দিন সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লট উখিয়ারঘোনা এলাকার হাফেজ আহমদের পুত্র আব্দুল করিম (৩২) পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেন। তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচর থেকে ইতালি প্রবাসীর স্ত্রীর মুখ বাঁধা মরদেহ গতকাল শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত আকলিমা (৩০) শিবচর উপজেলার ভেন্নাতলা গ্রামের শাহালম ফকিরের স্ত্রী। তিনি এক সন্তানের জননী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আকলিমা আক্তার একমাত্র মেয়ে সাদিয়াকে নিয়ে বসবাস করতেন। গতকাল শুক্রবার সকালে সাদিয়া ঘুম থেকে উঠে মাকে ভিন্ন বিছানায় দেখতে পায়। মাকে অনেক ডাকাডাকি করলেও ঘুম না ভাঙায় পাশের বাড়ির লোকদের ডেকে আনে। পাড়া-প্রতিবেশীরা এসে আকলিমার নিথর দেহ পড়ে থাকতে দেখে শিবচর থানায় খবর দেয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান, ওসি মো. আনোয়ার হোসেন, পরিদর্শক (তদন্ত) মো. আমির সেরনিয়াবাতের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে। আকলিমার মুখ কালো কাপড় দিয়ে বাধা ও বিবস্ত্র ছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ভুট্টাক্ষেত থেকে লিটন হোসেন (২৮) নামে এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের রাধানগর এলাকার ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিটন ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।

ধামরাই থানার পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে মাছের ঘের থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার নওয়াপাড়া পৌরসভার ধোপাদী উলুবটতলা সংলগ্ন বিলের মধ্যে ওই ঘেরটির অবস্থান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১১টার সময় ঘের মালিক ধোপাদী গ্রামের আজিজুর রহমান সরদার ঘেরে খাবার দিতে গিয়ে লাশটি দেখতে পান। তিনি চিৎকার দিলে স্থানীয়রা আসেন।

তারা খবর দিলে অভয়নগর থানা পুলিশ এসে ঘের থেকে লাশটি উদ্ধার করে। অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান বলেন, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারল কৃষককে

বাবার বাড়ি যাওয়ায় স্ত্রীকে ২৭টি কোপ দিলো স্বামী

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ব্যারিস্টার খোকনের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি 

বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

বাংলাদেশের দাবদাহ নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

অনুষ্ঠিত হলো বিইউএইচএস -এর প্রথম সমাবর্তন

ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে : ম্যাখোঁ

ছেলেদের দোষে ডুবছেন মাহাথির মোহাম্মদ

হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপাকড়

১০

তীব্র তাপপ্রবাহে বৃষ্টি চেয়ে হাজারো মুসল্লির কান্না

১১

মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

১২

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

১৩

কারিগরির ফাঁকা সনদ মিলল তোষকের নিচে, গ্রেপ্তার কম্পিউটার অপারেটর

১৪

ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

১৫

ভোট দিলে যে শহরে মিলবে ফ্রি বিয়ার, ট্যাক্সিসহ নানা সুবিধা

১৬

কুমিল্লায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

১৭

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

১৮

চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

১৯

সুইজারল্যান্ডে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি তুলে ধরলেন শিক্ষামন্ত্রী 

২০
*/ ?>
X