পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় আরও এক মামলা

পঞ্চগড় সদর থানা।
পঞ্চগড় সদর থানা।ছবি : সংগৃহীত

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায় ও পুলিশের ওপর হামলার ঘটনায় নতুন করে আরেকটি মামলা হয়েছে। মোট ২৭টি মামলায় এ পর্যন্ত ২০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানায় হত্যাসহ ২২টি এবং বোদা থানায় পাঁচটি মামলা করা হয়।

গতকাল এসপি এসএম সিরাজুল হুদা তথ্য জানান। তিনি বলেন, মামলাগুলোতে ১৫ হাজারের মতো আসামি রয়েছে। ভিডিও ফুটেজ, সিসিটিভি দেখে এবং তদন্তের মাধ্যমে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। আহমদ নগরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বিজিবি সদস্যদের অতিরিক্ত সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হবে না বলে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও এখনো গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। গত ৩ মার্চ আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com