২৪ এতিমখানা পেল দেড় কোটি টাকা অনুদান

ফুলবাড়ী উপজেলার ২৪টি এতিমখানার জন্য ১ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলার ২৪টি এতিমখানার জন্য ১ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২৪টি এতিমখানার জন্য ১ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, এসিল্যান্ড মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com