ফয়সল আবদুল্লাহ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ১০:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

নিজের সম্পর্কে লিখুন

নিজের সম্পর্কে লিখুন

কিছু চাকরি আছে যেখানে আবেদন করতে পূরণ করতে হয় বিশালাকৃতির ফরম। আর সেই ফরমে অনেক ক্ষেত্রে নিজের সম্পর্কে লিখতে হয় ছোটখাটো একটা রচনা। কী লিখবেন তাতে? ইনডিড ডট কম অবলম্বনে জানাচ্ছেন ফয়সল আবদুল্লাহ

নিজেকে চেনা অত সহজ কাজ নয়। তার চেয়ে কঠিন কাজ নিজেকে চেনানো। দুই পাতার সিভিতে তো আর আপনার ডিএনএর বিশ্লেষণ পুরে দেওয়া যাবে না। মাথায় যে শত শত আইডিয়া গিজগিজ করে কিংবা আপনার যে তিন সংখ্যার গুণ করতে দশ সেকেন্ডও লাগে না, সেসব হয়তো বাদ পড়ে যায় জীবনবৃত্তান্তে। সুতরাং, নিজের সম্পর্কে লেখার সুযোগ পেলে সেটা কাজে লাগান বুদ্ধিমানের মতো।

শক্তপোক্ত ভূমিকা : কম শব্দে দিতে হবে বেশি তথ্য। তাই প্রথম বাক্যেই কাজের কথাটি বলুন। পদের সঙ্গে খাপ খায় আপনার এমন যোগ্যতাটা দিয়ে শুরু করুন বাক্য। যেমন—‘আমি মূলত অনলাইন প্ল্যাটফর্মের একজন ক্রিয়েটিভ কনটেন্ট নির্মাতা এবং যোগাযোগ দক্ষতার পাশাপাশি বিভিন্ন গ্রাফিক সফটওয়্যারে আমার বিশেষ দক্ষতা আছে।’ এরপর নিজের সবচেয়ে বড় যোগ্যতা-দক্ষতাটাই তুলে ধরুন একটি অনুচ্ছেদে। অনলাইনের জন্য লিখতে হলে মাথায় রাখুন এসইও তথা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যার মানে হলো চাকরিদাতারা যেসব কথা লিখে গুগলে সার্চ করতে পারে সেসব বাক্যাংশ রাখুন আপনার লেখায়।

পেশাদার অভিজ্ঞতা : পদ অনুযায়ী পেশাদার অভিজ্ঞতাটা এরপর উল্লেখ করুন। যেমন পদটা যদি হয় কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্রের জনসংযোগ বিভাগে। আর আপনার অভিজ্ঞতাও যদি সেভাবে মিলে যায় তবে লিখতে পারেন, ‘ক’ হাসপাতালে আমি পাঁচ বছর ধরে নানামুখী যোগাযোগের কাজ করে আসছি। সেইসঙ্গে প্রতিষ্ঠানটির যাবতীয় প্রকাশনার কাজও আমি একহাতে সামলে আসছি।

অর্জন যেন বাদ না যায় : চাকরি যদি লম্বা সময়ের হয়ে থাকে, তবে আমরা অনেক সময় নিজেদের বড় অর্জনই ভুলে যাই। তাই নিজের সম্পর্কে নিজে সব জেনে বসে আছেন, এমনটা ভাববেন না। চাকরিতে উল্লেখযোগ্য কোনো অর্জন, সমস্যার সমাধান কিংবা বিশেষ কোনো সনদ পেয়েছিলেন কিনা সেটা মনে করুন। এবং নিজের সম্পর্কে জানানোর তৃতীয় ধাপেই তা লিখুন। আবার চাকরির বাইরে কিংবা আপনার দক্ষতার সঙ্গে মানানসই অর্জনের কথাও লিখতে পারেন। যেমন—কমিউনিকেশন সম্পর্কিত চাকরিতে আপনার ব্যাডমিন্টনে পদক জেতার কথা না লিখে বলতে পারেন, ‘কখগ’ নামের বড় একটি করপোরেট ইভেন্টে আপনি একবার ম্যানেজারের দায়িত্ব পালন করে প্রশংসাপত্রও পেয়েছেন।

অন্য তথ্য : নিজের সম্পর্কে বলতে গেলে একান্ত কিছু শখের কথাও বলতে হয়। তবে সেটা যেন আসে শেষের দিকে। আর এ ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কারও বাণী। বলতে পারেন, চীনা জেনারেল সান জুর মতো আমিও বিশ্বাস করি যে লড়াই কখন করতে হবে আর কখন থামাতে হবে, সেটা জানলেই বিজয়ী হওয়া যায়।

বন্ধুত্বপূর্ণ : নিজের সম্পর্কে বলতে গিয়ে একেবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষা ব্যবহার করবেন না। এমনভাবে লিখুন যেন নিয়োগকর্তা এটা মনে না করে যে, আপনি কারও লেখা কপি করেছেন বা চ্যাটজিপিটির সাহায্য নিয়েছেন। বাক্যে কিছুটা রসবোধ থাকলেও ক্ষতি নেই। যেমন— অফিসে যখন কাজের চাপ বেড়ে যায়, তখন আমি হাতঘড়িটা খুলে রাখি। কারণ আমার মনে হয়, মাঝেমধ্যে সময়জ্ঞান না থাকাই ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের জন্য দিনটি ভালো

নরসিংদীতে হিটস্ট্রোকে শিশুর মৃত্যু 

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

বৃষ্টিতে ভিজল সিলেট

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২৭ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

নাটোরে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭

১০

ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

১১

ভোটদানের শর্তে কোরআন ছুঁয়ে টাকা নেওয়ার কল রেকর্ড ভাইরাল

১২

‘বাংলাদেশের গণমাধ্যম ভয়াবহ সঙ্কটকাল পার করছে’

১৩

 ছেলের কিল-ঘুষিতে শিক্ষক পিতার মৃত্যু

১৪

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ১০ বছর আজ

১৫

‘ভয়াল ২৯ এপ্রিল, ১৯৯১ স্মরণ ও প্যারাবন নিধন প্রতিবাদ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

১৬

শাহ আমানতে ৯০ হাজার দিরহামসহ যাত্রী আটক

১৭

আবুধাবিতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি, ৩০ মিনিটেই দুবাই

১৮

গরু চোরাচালানে জড়িত ছাত্রলীগ নেতা ও জনপ্রতিনিধি

১৯

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ চায় খেলাফত মজলিস

২০
*/ ?>
X