মিয়ানমারের জান্তা সরকার বৌদ্ধ ধর্মের আদর্শ ও মর্যাদার অবমাননার অভিযোগে এক বিদেশি চিত্রপরিচালকসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে। ইরাবতি জানায়, দিদিয়ের নুসবাউমের নামে ৫২ বছর বয়সী সেই চিত্রপরিচালক সুইজারল্যান্ডের নাগরিক। ‘কিছু প্রত্যাশা করো না’ নামের একটি ছবি নির্মাণের জন্য তিনি মিয়ানমারে এসেছিলেন। ৭৫ মিনিট ব্যাপ্তির এ ফিল্মটি গৌতম বুদ্ধের জীবন, কর্ম ও আদর্শভিত্তিক। গ্রেপ্তার হওয়া অন্যরা সবাই ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। জান্তা সরকার দাবি করেছে, ছবিটিতে একজন নারী বৌদ্ধদের ঐতিহ্য এবং সন্ন্যাসীদের সততা নিয়ে নিষ্ঠুর এবং অপমানজনক শব্দ ব্যবহার করেছেন।
মন্তব্য করুন