যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের বৃহত্তম ইউনিয়ন ও বৈদেশিক সেবা খাতের কর্মীদের এক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মার্কিন উন্নয়ন সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টকে (ইউএসএআইডি) ভেঙে দেওয়ার চেষ্টা রুখতে গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলাটি করা হয়। মামলার বাদী ‘আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ’ ও ‘আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন’। এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের লাখো কর্মচারীকে স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের আগে স্বেচ্ছায় পদত্যাগের বিনিময়ে প্রণোদনা দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির এক বিচারক। খবর বিবিসি ও সিএনএনের।
‘আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ’ ও ‘আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন’ সংগঠন দুটি বলছে, ট্রাম্প প্রশাসনের নেওয়া ইউএসএআইডি-সংক্রান্ত পদক্ষেপ ‘অসাংবিধানিক ও বেআইনি’, যা ‘বৈশ্বিকভাবে মানবিক সংকট’ তৈরি করেছে। তারা আদালতের হস্তক্ষেপে এ পদক্ষেপ আটকাতে চায়।
গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সব বিদেশি সহায়তা সাময়িকভাবে স্থগিত করেন। এরপর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বজুড়ে ইউএসএআইডির প্রকল্পগুলো স্থগিত করার নির্দেশ দেয়। সংস্থাটির কম্পিউটার সিস্টেমও বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া কর্মীদের আকস্মিক ছাঁটাই করা বা ছুটিতে রাখা হয়েছে। বৃহস্পতিবার করা মামলাটির আসামি করা হয়েছে ট্রাম্প, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়কে। এ ব্যাপারে হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। ইউএসএআইডিতে কাটছাঁট পদক্ষেপের একটা বড় অংশ তদারক করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এই ব্যবসায়ী কেন্দ্রীয় আমলাতন্ত্রকে সংকুচিত করার জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন। মামলায় বলা হয়েছে, ইউএসএআইডিকে তছনছ করতে বিবাদীদের একটি পদক্ষেপও কংগ্রেসের অনুমোদনের সঙ্গে সংগতি রেখে নেওয়া হয়নি। কেন্দ্রীয় আইন অনুসারে, কংগ্রেসই একমাত্র সত্তা, যা আইনত সংস্থাটিকে (ইউএসএআইডি) ভেঙে দিতে পারে। বিভিন্ন সূত্র থেকে রয়টার্স জানতে পেরেছে, সংস্থার ১০ হাজার কর্মীর মধ্যে ট্রাম্প প্রশাসন ৩০০ জনেরও কম কর্মীকে রাখার পরিকল্পনা করছে। মামলায় বলা হয়েছে, সংস্থাটি নিষ্ক্রিয় হয়ে গেলে ম্যালেরিয়া ও এইচআইভির বিরুদ্ধে লড়াইয়ের তৎপরতা বন্ধ হয়ে যাওয়াসহ ভয়ানক রকমের মানবিক বিপর্যয় তৈরি হবে। ট্রাম্পের বিদেশি সহায়তা স্থগিত করা ও ইউএসএআইডির কার্যক্রম বন্ধের পদক্ষেপ ক্ষুধা নিবারণের আন্তর্জাতিক প্রচেষ্টাকেও ব্যাহত করবে বলে মনে করা হচ্ছে। মামলার বাদীপক্ষ আদালতের কাছ থেকে ইউএসএআইডির তহবিল পুনরুদ্ধারের আদেশ আশা করছে; যেন আদালতের আদেশের ভিত্তিতে সংস্থার কার্যালয়গুলো আবার খোলা যায়। পাশাপাশি সংস্থাটি বিলুপ্ত করতে নতুন কোনো আদেশ যেন জারি না হতে পারে, সে ব্যাপারেও আদালতের হস্তক্ষেপ চেয়েছে বাদীপক্ষ।
স্বেচ্ছায় পদত্যাগ নিয়ে ট্রাম্পের প্রস্তাব স্থগিত করলেন আদালত: এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের লাখো কর্মচারীকে স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের আগে স্বেচ্ছায় পদত্যাগের বিনিময়ে প্রণোদনা দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির এক বিচারক। ফেডারেল বিচারক জর্জ ও’টুল জুনিয়র বলেছেন, ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলাটি করেছে ফেডারেল কর্মচারী ইউনিয়ন। এই মামলার গ্রহণযোগ্যতার (মেরিট) বিষয়ে আগামী সোমবার শুনানি হবে। শুনানির মাধ্যমে তিনি মামলাটির গ্রহণযোগ্যতা আছে কি না, তা ধার্য করতে পারবেন তিনি। সে পর্যন্ত ট্রাম্পের পরিকল্পনাটি স্থগিত থাকবে। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস এসব তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আকার কমিয়ে সরকারি ব্যয় হ্রাসের পরিকল্পনা করছেন ট্রাম্প। এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি দেশটির কেন্দ্রীয় সরকারের লাখো কর্মচারীকে প্রণোদনার বিনিময়ে স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেতন-ভাতার বিনিময়ে স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব এরই মধ্যে ৪০ হাজারের বেশি কর্মচারী গ্রহণ করেছেন। আর কিছু কর্মচারী এ-সংক্রান্ত চুক্তির শর্ত নিয়ে দ্বিধান্বিত। ফেডারেল কর্মচারীদের ট্রাম্পের প্রস্তাবটি গ্রহণ করার জন্য যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সময়সীমার কয়েক ঘণ্টা আগে পরিকল্পনাটি সাময়িকভাবে স্থগিত করার বিষয়ে আদালত থেকে আদেশ এলো। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন আইনজীবী বলেছেন, ফেডারেল কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে যে, স্বেচ্ছায় পদত্যাগের বিষয়ে ট্রাম্প প্রশাসন ঘোষিত সময়সীমা স্থগিত করা হয়েছে।