কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের নেপথ্যে ইলহানের জ্বালাময়ী বক্তব্য

ইলহান ওমরের বক্তব্য যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে রসদ জুগিয়েছে বলে প্রচার করা হচ্ছে। ছবি : সংগৃহীত
ইলহান ওমরের বক্তব্য যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে রসদ জুগিয়েছে বলে প্রচার করা হচ্ছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের পক্ষে ছোট্ট একটি বক্তব্য দিয়েই যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ঝড় তুলেছেন দেশটির কংগ্রেসের মুসলিম সদস্য ইলহান ওমর। তার তীক্ষ্ণ এ বক্তব্য ইনস্টাগ্রামে মুহূর্তেই ১২ মিলিয়ন ভিউ হওয়ার পর কর্তৃপক্ষ তা সরিয়ে ফেলেছে।

তবে কিছু মানুষ সেই ভিডিও ডাউনলোড করতে সক্ষম হয়েছেন। এবার ইনস্ট্রাগ্রাম কর্তৃপক্ষ বলছে ইলহানের এই বক্তব্য ‘সরিয়ে দাও’ আর মানবতাবাদীরা বলছেন ‘ছড়িয়ে দাও’।

বিশেষ করে বিশ্বের মুসলিমরা ইলহানের এই বক্তব্য দ্রুত ছড়িয়ে দিতে বেশ তৎপর।

ওই বক্তব্যে ইলহান ওমর বলেন, তিনি দুঃখিত- কংগ্রেসের ৫৩৫ জন সদস্য এক নিঃশ্বাসে, ইসরায়েলের অভিজ্ঞতার ভয়াবহতার সম্পূর্ণ নিন্দা করতে একত্রিত হতে পেরেছিলেন। কিন্তু এখন মুষ্টিমেয় কয়েকজন আছেন- যারা তাদের দাদা-দাদিকে বলতে পারেন তারা ফিলিস্তিনি শিশুদের হত্যার নিন্দা জানান।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম হিজাব পরা ইলহান ওমর নিজেও একজন শরণার্থী ছিলেন। তাই ফিলিস্তিনিদের দুঃখটা তিনি নিজের মতো করে বোঝেনে। ফিলিস্তিনিদের পক্ষে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তায়্যিবা তেমন ভূমিকা রাখতে না পারলেও ঝড় তুলেছেন ইলহান।

ফিলিস্তিনিদের পক্ষে তার সরব অবস্থান মার্কিন এস্টাবলিশমেন্টকে টলাতে না পারলেও তার ছোট্র এই বক্তব্য যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।

ইলহান মার্কিন কংগ্রেসের প্রথম সোমালি-আমেরিকান আইনপ্রণেতা, প্রথম সাবেক আফ্রিকান শরণার্থী। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ইলহানকে এক ভোটের ব্যবধানে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে বাদ দেওয়া হয়।

তখন তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছিল, তার মধ্যে আছে- তিনি ইসরায়েলবিরোধী বক্তব্য দিয়েছিলেন। ওই সময় ইলহান বলেছিলেন, আফ্রিকান মুসলিম নারী পরিচয়ের কারণে তাকে নিশানা করা হয়েছে।

এরপর চলতি বছরের মার্চ মাসে ইলহান ওমর গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযানের জন্য যক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন।

তিনি বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে অভিযান চালাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সবুজ সংকেত দিয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে অতিরিক্ত অস্ত্র সাহায্য পাঠানোর জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনেরও কড়া সমালোচনা করেছিলেন।

ওই সময় মার্কিন এই আইনপ্রণেতা বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থে মানবতাকে রক্ষা করতে চায়, গাজার নিরপরাধ মানুষদের বাঁচাতে চায়, পণবন্দিদের নিরাপদে ফিরিয়ে আনতে চায় এবং সর্বোপরি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সবার আগে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে।

গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানের ব্যাপারে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব নেতাদের নীরবতায় অসন্তোষ প্রকাশ করে ইলহান ওমর আরও বলেছিলেন, বাস্তব কোনো পদক্ষেপ না নিয়ে মুখে মানবাধিকারের বুলি গ্রহণযোগ্য হতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম গ্রেপ্তার

কেন্দুয়ায় মামার হাতে ভাগ্নে খুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

বাসে বিদ্যুৎস্পৃষ্টে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ জন বরখাস্ত

এবার ম্যানসিটি ঘরের মাঠে টটেনহ্যামের কাছে বিধ্বস্ত

বিগত সরকার দেশের স্টেডিয়ামগুলোকে চরণভুমিতে পরিণত করেছে: বকুল

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও নতুন প্রজন্মের প্রত্যাশাবিষয়ক সেমিনার 

আন্দোলনে সক্রিয় ছিলেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া মাহিন

বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলে নীল দলের নিরঙ্কুশ বিজয়

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

১০

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানি, তদন্তের নির্দেশ ড. ইউনূসের

১১

মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

১২

২৪ চেতনায় সবাইকে জাগ্রত হতে হবে : শামীম

১৩

পাওনা টাকা নিয়ে ঝগড়া, ভাতিজাকে খুন করে গ্রেপ্তার চাচা

১৪

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

মাছের প্রজননে সময় না দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে : মৎস্য উপদেষ্টা

১৬

আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে ছুরিকাঘাতে যুবক খুন

১৭

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাপসসহ ৩০ জনের নামে মামলা

১৮

কিছু মানুষের ব্রেইন সিটিস্ক্যান করে দেখার ইচ্ছা, কীভাবে এত ক্রিমিনাল হতে পারে?

১৯

কিশোরগঞ্জ-৫ আসনে তৃণমূলের আস্থা হুদাতে

২০
X