কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকাকে ঘুষ প্রদান মামলার রায় স্থগিত

স্টর্মি ড্যানিয়েলস ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
স্টর্মি ড্যানিয়েলস ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদান সংক্রান্ত মামলা নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। তবে মামলাটি এবার ট্রাম্পের ইশারায় পরিচালিত হওয়ার প্রথম ধাপে প্রবেশ দিয়েছে। কারণ, এ মামলার রায় স্থগিত ঘোষণা করেছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের উচ্চ আদালত। শুক্রবার এ ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক উচ্চ আদালতের বিচারপতি জুয়ান মার্চান।

সে সঙ্গে মামলাটি খারিজে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীদের আবেদন করার অনুমতিও দেওয়া হয়েছে। খবর স্কাই নিউজের।

নির্বাচনের আগে এ মামলায় দোষী সাব্যস্ত হলে চাপে পড়েন ট্রাম্প। আগামী সপ্তাহে মামলার রায় ঘোষণার সূচি ছিল। তার আগেই স্থগিতাদেশ এলো। এতে ট্রাম্প মামলাটি থেকে মুক্তি পাওয়ার তদবিরে আরও সময় পেলেন।

মামলার নথিতে বলা হয়, ২০০৬ সালে ক্যালিফোর্নিয়া ও নেভাদা অঙ্গরাজ্যের সীমান্তবর্তী লেক টাহোর একটি হোটেলের পেন্টহাউসে ট্রাম্প ও স্টর্মি ড্যানিয়েলসের প্রথম সাক্ষাৎ হয়। সেখানে তারকাদের একটি গলফ টুর্নামেন্ট দেখতে গিয়েছিলেন তারা। ট্রাম্প তাকে নিজের হোটেল স্যুটে নৈশভোজের আমন্ত্রণ জানান।

এমনকি নিজের রিয়েলিটি টেলিভিশন শো ‘দ্য অ্যাপ্রেনটিস’–এ অতিথি হওয়ার কথাও বলেন। এরই একপর্যায়ে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন ট্রাম্প। এ ঘটনা চেপে রাখতে স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দেন তিনি। সেই তথ্যই ট্রাম্প তার ব্যবসায়িক নথিতে গোপন করেছেন।

স্টর্মি ড্যানিয়েলসের আসল নাম স্টেফানি ক্লিফোর্ড। আদালতের নথি থেকে জানা যায়, লুইজিয়ানা অঙ্গরাজ্যে মায়ের কাছেই বড় হয়েছেন তিনি। স্বল্প আয়েই মায়ের সংসারে স্টর্মি ড্যানিয়েলসের শৈশব কেটেছে।

তিনি যখন হাইস্কুল শেষ করেন, তখন সময় সবচেয়ে ভালো ফল করা ১০ শতাংশ শিক্ষার্থীর মধ্যে একজন ছিলেন স্টর্মি ড্যানিয়েলস। তিনি স্কুলের সংবাদপত্র সম্পাদনা করেছেন।

টেক্সাসের একটি বিশ্ববিদ্যালয়ে পশুর ওষুধ নিয়ে পড়াশোনারও সুযোগ পেয়েছিলেন স্টর্মি ড্যানিয়েলস। তবে সেখানে তার পড়া হয়ে ওঠেনি।

খরচ মেটাতে ১৭ বছর বয়সে সপ্তাহান্তে বিভিন্ন জায়গায় নাচতেন স্টর্মি ড্যানিয়েলস। পরে নগ্ন মডেলিং ও পর্নো ছবিতে অভিনয় শুরু করেন তিনি। নিজের সময়ে সবচেয়ে কম বয়সী পর্নো ছবির পরিচালকদের একজন ছিলেন স্টর্মি ড্যানিয়েলস। অনেক পুরস্কারও পেয়েছেন তিনি।

টেলিভিশন শোতে বিভিন্ন চরিত্রে এবং ‘দ্য ফোরটি-ইয়ার-ওল্ড ভার্জিন’ এবং ‘নকড আপ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন সাবেক এই পর্নো তারকা। তবে একটা সময় এই শিল্প ছেড়ে দেন তিনি। এরপর সফল ছবির স্ক্রিপ্ট এবং পরিচালনায় যুক্ত হন।

পর্দার আড়াল থেকে মেয়েকে বড় করে যাচ্ছিলেন স্টর্মি ড্যানিয়েলস। কিন্তু ২০১৮ সালে তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নালে। এরপরই সব কিছু ওলট-পালট হয়ে যায়।

ওই প্রতিবেদনেই ট্রাম্পের সঙ্গে স্টর্মি ড্যানিয়েলসের সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে আসে। তবে ট্রাম্পের আইনজীবীদের অভিযোগ, ওয়াল স্ট্রিটের প্রতিবেদনটি থেকে লাভবান হয়েছেন স্টর্মি ড্যানিয়েলস। এমনকি ট্রাম্পের সঙ্গে ড্যানিয়েলসের সাক্ষাতের বিষয়টি বানানো বলেও দাবি করেছেন তারা।

ট্রাম্পের আইনজীবীরা বলছেন, মামলাটি খারিজ করা উচিত। কারণ, এটি তার দেশ শাসন করার ক্ষমতার পথে অসাংবিধানিক প্রতিবন্ধকতা তৈরি করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ২ দিন বন্ধ থকাবে সিটি কলেজ

বইমেলার স্টল ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি প্রকাশকদের

পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র থেমে নেই : নাজমুল হাসান

প্যারালাইসড রোগীদের জন্য আশার আলো মাস্কের ‘মস্তিষ্ক চিপ’

প্রতিটা মিনিট এই পৃথিবীকে উপহার দাও : আবদুল্লাহ আবু সায়ীদ

৩৫ লাখ বেতনে চাকরি দিচ্ছে কানাডা হাইকমিশন

নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে মিত্র যুক্তরাজ্য

স্বামীকে গোপন ভিডিও-ছবি পাঠাল সাবেক প্রেমিক, নববধূর আত্মহত্যা

নতুন যে সুবিধা পাওয়া যাবে গুগল লেন্সে 

রমজানে বাজার সহনশীল করার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

১০

অন্তর্বর্তী সরকার ফেল করলে আমার-আপনার বিপদ আছে : এ্যানি

১১

অর্থমন্ত্রী পদে বিলিয়নিয়ারকে বেছে নিলেন ট্রাম্প

১২

‘বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা অব্যাহত রাখবে’

১৩

‘৭০-এর অনুচ্ছেদ বাতিল করে হাত তোলা এমপি বাদ দিতে হবে’

১৪

আরও সেন্ট্রিফিউজ চালু, পরমানু অস্ত্র তৈরি শুরুর ইঙ্গিত ইরানের?

১৫

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের পরামর্শ

১৬

বৃদ্ধার ভাতার টাকা ইউপি সদস্যের পকেটে

১৭

মেসি যাচ্ছেন না বার্সার অনুষ্ঠানে

১৮

‘শিবিরের নামে অপপ্রচার ভিত্তিহীন’

১৯

ড্রেনের ওপর ঢালাই দিয়ে রাস্তা বৃদ্ধি

২০
X