বিদায় নিতে চলেছে পবিত্র রমজান মাস। দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। পবিত্র রমজানের ২৯তম দিনে মুসলমানেরা ঈদের চাঁদ দেখতে আকাশে চোখ রাখেন। তবে সোমবার (৮ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতরের চাঁদ দেখা না মিললেও দিনের বেলা তা দেখা গিয়েছে। সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতে সোমবার সন্ধ্যা ও রাতে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তবে মঙ্গলবার সকালেই আকাশে চাঁদের দেখা মিলেছে।
আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সেন্টার চাঁদের ছবি প্রকাশ করেছে। স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে আকাশে শাওয়ালের এ চাঁদ দেখা গেছে।
في أول صورة لهلال شهر شوال هلال شهر شوال 1445هـ كما تم تصويره نهارا يوم الثلاثاء 09 إبريل 2024م من أبوظبي بواسطة مرصد الختم الفلكي، وذلك في الساعة 10:15 صباحا بتوقيت الإمارات. بعد القمر عن الشمس 7.5 درجة. يبدو الهلال بصعوبة بسبب الجو الغائم في المرصد. pic.twitter.com/UnmZurZEw1 — مركز الفلك الدولي (@AstronomyCenter) April 9, 2024
সংবাদমাধ্যম জানিয়েছে, আল-খাত জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে চাঁদের এ ছবি তোলা হয়েছে। এটি এমন সময়ে তোলা হয়েছে যখন আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় খালি চোখে দেখা যাচ্ছিল না।
এদিকে সোমবার চাঁদ দেখা না যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে বুধবার ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। দেশটির বিচারমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নুয়াইমি এ তথ্য জানিয়েছেন।
দেশটি নামাজের সময়সূচিও ঘোষণা করেছে। আরব আমিরাতের সাতটি রাজ্যের প্রতিটিতে সূর্যোদয়ের পরপরই ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন