কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১০ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

মানসিক ট্রমায় ইসরায়েলি সেনাদের আত্মহত্যা

একজন সেনাসদস্য মানসিক ভাবে ভেঙে পড়ার মুহূর্ত। ছবি : সংগৃহীত
একজন সেনাসদস্য মানসিক ভাবে ভেঙে পড়ার মুহূর্ত। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের আক্রমণ, নিষ্ঠুরতা ও মানবতাবিরোধী অপরাধের এক বছর পরেও যা ঘটছে তা মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হয়ে থাকবে।

একদিকে গাজার হাজার হাজার বেসামরিক মানুষ তাদের জীবন হারাচ্ছে, অন্যদিকে, যুদ্ধের চাপের তলায় ইসরায়েলি সেনাদের মধ্যে ভয়াবহ মানসিক সংকট তৈরি হয়েছে।

ইসরায়েলি সেনাদের গাজায় প্রতিদিনের বোমা বর্ষণ এবং আক্রমণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। কিন্তু একদিন এই আক্রমণের প্রতিক্রিয়া ফিরে আসবে তা এই মুহূর্তে শুরু হয়েছে। মানসিক ট্রমায় এখন আত্মহত্যা করছেন ইসরায়েলি সেনারা, নিজের জীবন শেষ করে দিচ্ছে।

এদিকে গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই আক্রমণ শুধু শারীরিক মৃত্যুই ঘটাচ্ছে না, বরং মানুষের মানসিক স্বাস্থ্যে ভয়াবহ ক্ষতি দিচ্ছে। শহরের প্রতিটি কোণে ধ্বংসস্তূপ, মৃতদেহ, ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি এবং ছোট শিশুর কাঁধে চাপা পড়া বস্ত্র সব কিছুই গাজার মানুষের অমানবিক পরিস্থিতি বর্ণনা করছে। ইসরায়েলের কাছে গাজার জনগণের জীবন, মানবতা কিংবা ন্যায়বিচারের কোনো মূল্য নেই।

গাজার অবস্থা যখন আরও শোচনীয় হচ্ছে, তখন ইসরায়েলি বাহিনীতেও অস্বাভাবিক ঘটনা ঘটছে। সাম্প্রতিক মাসগুলোতে অন্তত ছয় ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। খবর আলজাজিরা।

যুদ্ধের তীব্র মানসিক চাপ, নিহত সহযোদ্ধাদের স্মৃতি, অপরাধবোধ- এসব মিলিয়ে তারা মানসিকভাবে ভেঙে পড়ছেন। সেনাবাহিনীর এক-তৃতীয়াংশ সেনা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে (পিটিএসডি) ভুগছেন। যুদ্ধের বিভীষিকা তাদের মানসিক স্বাস্থ্যকে মারাত্মকভাবে আঘাত করেছে।

এদিকে গাজার এই এক বছরের যুদ্ধ শুধু গাজার মানুষের জন্য কষ্টকর নয়, এটি ইসরায়েলি বাহিনীর জন্যও মানসিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। শারীরিক মৃত্যু যেমন হতে পারে, তেমনি মানসিক মৃত্যু- একটি প্রজন্মের ভেতর উঁকি দিচ্ছে আত্মহত্যার মতো ভয়াবহ পরিণতি। গাজার উপর আক্রমণের দীর্ঘ সময় ইসরায়েলি বাহিনীর মধ্যে তৈরি করেছে গভীর মানসিক ট্রমা।

এই পরিস্থিতি প্রকৃতির প্রতিশোধের ভয়াবহ রূপ হতে পারে, যেখানে সহিংসতা শুধু একপক্ষকে নয়, পুরো মানবজাতিকেই আঘাত করছে। গাজার এই দুঃখ এবং ইসরায়েলি বাহিনীর মানসিক সংকট একে অপরের মধ্যে প্রতিফলিত হচ্ছে। শারীরিক মৃত্যুর পাশাপাশি মানসিক বিপর্যয় যুদ্ধের ফলস্বরূপ হয়ে দাঁড়িয়েছে।

গাজার এই সংকট এবং ইসরায়েলি বাহিনীর মানসিক বিপর্যয়ের মধ্যে একটি প্রশ্ন উঠছে- যুদ্ধ কি শুধু ভূখণ্ড দখলের জন্য, নাকি এটি একে অপরকে ধ্বংস করে চলার একটি অন্ধকার চক্র? হয়তো প্রকৃতি একদিন এর প্রতিশোধ নেবে, যা শারীরিক নয়, তবে মানসিক স্তরে গভীর প্রভাব ফেলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : রাশেদ প্রধান

সাতছড়ি উদ্যান দখল করে প্রভাবশালীদের লেবু চাষ

ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ

এবার মারা গেলেন পরীমণির প্রথম সিনেমার পরিচালক

বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না : আমিনুল হক 

‘আ.লীগ ভিন্ন রাষ্ট্রের আদেশ বাস্তবায়নে ক্ষমতা দখলে রেখেছিল’

ঢাবির ইসলামের ইতিহাস বিভাগে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ

কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে : নাছির উদ্দীন 

তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ গ্রেপ্তার

শিল্পকলায় প্রদর্শিত হলো সার্কাস

১০

৮ দফা অবিলম্বে বাস্তবায়ন দাবি ঐক্য পরিষদের

১১

পুলিশ পরিচয়ে দখলবাণিজ্য এসপি শামীমা ইয়াসমিনের

১২

ওয়ানডে সিরিজেও মুশফিককে নিয়ে শঙ্কা

১৩

বিধানসভা উপনির্বাচন / পশ্চিমবঙ্গে ৬ আসনেই তৃণমূলের জয়

১৪

জোর করে পদত্যাগ করানো সেই উপাধ্যক্ষের হৃদরোগে মৃত্যু!

১৫

বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে পরীমণির স্ট্যাটাস

১৬

টেস্টে হাসানের দারুণ রেকর্ড

১৭

নির্দোষ ব্যক্তিদের নামে হওয়া মামলা আইন মেনে প্রত্যাহারের নির্দেশ

১৮

ব্র্যাকের মানসিক স্বাস্থ্যসেবা হটলাইন ‘মনের যত্ন’ চালু

১৯

৮ মাসে হাফেজ হলেন ৮ বছরের ওমর

২০
X