স্মার্ট বাংলাদেশের স্বপ্নপূরণে গ্রামীণ নারী

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটি চিত্র।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটি চিত্র। ছবি: সংগৃহীত

নারীরা পুরুষের প্রতিদ্বন্দ্বী নয়, তারা আমাদের সহযোগী। দক্ষিণ-পূর্ব এশিয়ার নারী উন্নয়ন এবং ক্ষমতায়নে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি, নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে ক্ষমতায়িত করার মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত করব।

‘দ্য রোল অব উইমেন বিজনেস সেন্টার মডেল’ (ডব্লিউবিসি) ইন ইমপ্রুভিং অ্যাকসেস টু ডিজিটাল টুলস ফর রুরাল উইমেন’ শীর্ষক কর্মশালায় বিশিষ্টজন এসব কথা বলেন।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় মহিলাবিষয়ক অধিদপ্তর মিলনায়তনে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন ও ইউনাইটেড পারপাস-এর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব নাসিরউদ্দীন আহমেদ, মহিলাবিষয়ক পরিচালক মনোয়ারা ইশরাত, ইউনাইটেড পারপাসের বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর শ্রীরামাপ্পা গনচিকারা, কোকা-কোলার কান্ট্রি ম্যানেজার (পাবলিক-অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন) ফারাহ শারমিন আওলাদ, কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান এবং জামালপুরের মহিলাবিষয়ক উপপরিচালক কামরুন নাহার। সরকারি ও বেসরকারি খাতের কর্মকর্তারা এবং দেশীয় ও আন্তর্জাতিক এনজিওর প্রতিনিধিরা।

কর্মশালায় ১০ জন নারী উদ্যোক্তাকে তাদের সফল ব্যবসা এবং সমাজের উন্নয়নে তাদের অবদানের জন্য পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন জামালপুরের চরপুলিশার ডব্লিউবিসির মুসলিমা বেগম, কামারচরের আকলিমা বেগম, মাদারচরের ডব্লিউবিসির মীরা, নওছিয়ার ডব্লিউবিসির জেসমিন বেগম, ফুলচরের ডব্লিউবিসির নূরজাহান বেগম, মাদারগঞ্জের ডব্লিউবিসির আনোয়ারা বেগম, সুনামগঞ্জ কল্যাণী ডব্লিউবিসির স্নেহলতা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়ার ডব্লিউবিসির পিংকু বিশ্বাস, ননী রানী রায়, নেবুখালীর ডব্লিউবিসির সুমি আক্তার।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com