নারীপক্ষর আয়োজনে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের নারী আন্দোলনের দাবিনামা’র প্রকাশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শত বছরের নারী আন্দোলন নানা চড়াই-উৎরাইয়ে কখনো অনেক বেগবান ছিল, আবার কখনো কখনো কিছুটা পিছিয়ে পড়েছে বা স্তিমিত হয়েছে কিন্তু আন্দোলন কখনো থেমে যায়নি। এরই ধারাবাহিকতায় নারীপক্ষ’র নেতৃত্বে বাংলাদেশে নারী ও মানবাধিকার আন্দোলনে যুক্ত বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে ‘বাংলাদেশের নারী আন্দোলনের দাবিনামা’ তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নারীপক্ষ’র সভানেত্রী তাসনিম আজিম। ওয়ারদা আশরাফের ‘মারের সাগর পাড়ি দেব’ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অংশগ্রহণকারী সবাই বাংলাদেশের নারী আন্দোলনের দাবিনামা প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।
নারী আন্দোলনের দাবিনামা বাংলাদেশের সমন্বয়কারী রীনা রায় বলেন, নারী পক্ষসহ ১৭৬টি সংগঠনের ৩৪৮ জন অংশগ্রহণকারী সুপারিশ, বিভিন্ন সংগঠন থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত ইত্যাদি আলোচনা-পর্যালোচনা সাপেক্ষে দাবিনামাটি বাংলা ও ইংরেজিতে প্রস্তুত করা হয়েছে।
নারী আন্দোলনের দাবিনামা উপস্থাপন করেন নারীপক্ষর সদস্য মাহীন সুলতান।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারীপক্ষ’র সদস্য শিরীন হক, অর্চনা বিশ্বাস, ডা. হালিদা হানুম খন্দকার প্রমুখ।
মন্তব্য করুন