হিন্দি ছবি আমদানিতে পরিচালক সমিতির শর্ত

বাংলাদেশে ‘পাঠান’ সিনেমা প্রদর্শনের তোড়জোড় শুরু হতেই আবারও চাউর হয়ে উঠেছে হিন্দি ছবির আমদানি নিয়ে বিতর্ক। এরই মধ্যে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার দাবি করেছেন, বাংলাদেশে ‘পাঠান’ বা কোনো হিন্দি সিনেমা চালালে আয়ের ১০ শতাংশ দিতে হবে শিল্পী সমিতিকে। সেটা নিয়ে বিতর্কের মধ্যেই এবার হিন্দি ছবি আমদানিতে শর্ত আরোপ করল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

গত মঙ্গলবার এফডিসির পরিচালক সমিতির কার্যালয়ে এ-সংক্রান্ত সভা হয়। সেখানে বেশ কিছু শর্তে হিন্দি ছবি আমদানির পক্ষে মত দেন সমিতির নেতারা।

শর্তগুলো হলো—মাসের প্রথম দুই সপ্তাহে হিন্দি ছবি চালানো যাবে না। বছরের দুই ঈদে মুক্তি দেওয়া যাবে না কোনো হিন্দি ছবি। বছরে ছয়টি বা ১০টি ছবি আসতে পারবে। হিন্দি ছবি আমদানির মেয়াদকাল হবে দুই বছর। এ ছাড়া আরও কিছু শর্তের কথা উল্লেখ করা হয়।

এদিকে সাফটা চুক্তির আওতায় শাহরুখ খানের ‘পাঠান’ ছবিটি আনতে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর আবেদন করে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে আমদানি ও রপ্তানি-সংক্রান্ত কমিটি সভাও করেছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com