
হ্যামস্ট্রিং চোট সঙ্গে নিয়েও অস্ট্রেলিয়ান ওপেনে দুরন্ত ছন্দে রয়েছেন নোভাক জোকোভিচ। বুধবার কোয়ার্টার ফাইনালে রাশিয়ার আন্দ্রে রুবলেভকে সরাসরি সেটে উড়িয়ে সেমিতে উঠে গেছেন সার্বিয়ান এই টেনিস তারকা।
মেলবোর্ন পার্কে রড লেভার অ্যারেনায় জোকোভিচের সামনে বলতে গেলে দাঁড়াতেই পারেননি পঞ্চম বাছাই রুবলেভ। জোকোভিচ জেতেন ৬-১, ৬-২, ৬-৪ গেমে।
পুরুষ এককে রাফায়েল নাদালের সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করতে আর মাত্র দুই জয় দূরে জোকোভিচ। অস্ট্রেলিয়ার মাটিতে এই নিয়ে টানা ৩৯ ম্যাচ জিতলেন জোকোভিচ। চলতি আসরে এখন পর্যন্ত কেবল একটি সেট হেরেছেন তিনি, দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকে। আর মেলবোর্ন পার্কে জিতলেন টানা ২৬ ম্যাচ।
সেমিতে জোকোভিচের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের টমি পল। কোয়ার্টার ফাইনালে ৭-৬ (৮-৬), ৬-৩, ৫-৭, ৬-৪ গেমে তিনি হারিয়েছেন স্বদেশি বেল শেলটনকে।