শিরোপা জিততে সেরাটা দিতে চান বাবর

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।ছবি : সংগৃহীত

আগামীকাল রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। এ ম্যাচের আগে ঘুরে ফিরে আসছে ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের ফা্ইনালের কথা। সেবার ইংলিশদের হারিয়ে শিরোপ উৎসব করেছিল ইমরান খানের পাকিস্তান। এবার সেই পুনরাবৃত্তি ঘটাতে মাঠে নিজেদের সেরাটা দিতে চান পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম।

৩০ বছর আগে সেই ফাইনাল হয়েছিল মেলবোর্নেই। এবারও তাই। সেবার ওয়াসিম আকরাম-আকিব জাভেদদের বোলিং তোপে ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে শিরোপা উৎসব করেছিল পাকিস্তান। এবার এমন কিছু হবে কিনা,ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

হ্যাঁ, সেবারের বিশ্বকাপের সঙ্গে মিল তো আছেই। আমরা ট্রফিটা জেতার চেষ্টা করব আর এই দলটার অধিনায়কত্ব করাও গর্বের। ইনশা আল্লাহ, ফাইনাল ম্যাচেও আমরা নিজেদের শতভাগ উজাড় করে দেব।
বাবর আজম, অধিনায়ক, পাকিস্তান

বিশ্বকাপে আগের ম্যাচগুলো মতে ফাইনালেও ভক্তদের সমর্থন পাবেন বলে আশা প্রকাশ করেন পাকিস্তানের অধিনায়ক,‘মাঠে দর্শকদের সমর্থন আমাদের আত্মবিশ্বাস দেয়। যেখানেই যাই না কেন, যে স্টেডিয়ামেই খেলি, পাকিস্তানকে সমর্থন সব সময়ই ভালো লাগে।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com