
৪৯.৩ ওভার শেষে ৯১ রানে অপরাজিত নিগার সুলতানা জ্যোতি। সেঞ্চুরি পেতে ৯ রানে পিছিয়ে তিনি। ইয়ামিম রূপাকে এক্সট্রা কাভার দিয়ে পরপর দুটি বাউন্ডারি হাঁকিয়ে ৯৯ রানে পৌঁছে যান তিনি। শেষ বলে প্রান্ত বদল করেই তিন অঙ্কে পৌঁছে যান তিনি। জ্যোতি সেঞ্চুরি পেলেও অপর প্রান্তে ৯২ রানে অপরাজিত ছিলেন ফারজানা হক পিংকি। সেঞ্চুরির আক্ষেপ থাকলেও ১৪৮ রানের জয়ে দারুণ শুরু পেয়েছে তার দল রূপালী ব্যাংক। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানও (বিকেএসপি) জিতেছে বড় ব্যবধানে। গতকাল ফতুল্লায় আগে ব্যাটিং করে ২ উইকেটে ২৮৬ করেন জ্যোতি-পিংকিরা। রান তাড়ায় লেকি চাকমার ফিফটিতে নির্ধারিত ওভারে ১৩৮ রান তোলে গুলশান ইয়ুথ ক্লাব। দুটি করে উইকেট নেন রূপালী ব্যাংকের নাহিদা আক্তার ও শারিফা খাতুন।
দিনের অপর ম্যাচে বিকেএসপির ৩নং মাঠে শারমিন আক্তার সুপ্তা ও আয়শা রহমানের ফিফটিতে ৮ উইকেটে ২৩৪ রান তোলে মোহামেডান। রান তাড়ায় রুবাইয়া হায়দার ঝিলিকের ৬৬ রানে চড়ে ৬ উইকেটে ২০২ রান তোলে কলাবাগান। ৩২ রানে জিতে লিগ শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা।
বিকেএসপির ৪নং মাঠে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২০৮ রান তোলে বিকেএসপি। রান তাড়ায় ৯ উইকেটে ১৪২ রান তোলে সিটি ক্লাব। ৬৬ রানে জিতেছে স্বাগতিকরা।