মাহবুব সরকার
প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ময়লার ভাগাড়ে ঘেরা স্টেডিয়াম

ময়লার ভাগাড়ে ঘেরা স্টেডিয়াম

বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের কাবাডি স্টেডিয়ামের মূল ফটকের ৩০ মিটার দূরে পাবলিক টয়লেট। তার পাশেই ময়লার ভাগাড়। চারদিকে ছড়িয়ে আছে আবর্জনা, ই-বর্জ্যে। সব মিলিয়ে নোংরা, স্যাঁতসেঁতে ও অস্বাস্থ্যকর অবস্থা ক্রীড়াঙ্গনের ‘প্রাণ’খ্যাত এ ক্রীড়া স্থাপনার।

পাবলিক টয়লেটের পাশেই ভ্যানগাড়ির অলিখিত পার্কিং। ওই পার্কিংয়ের পাশে দিনভর, এমনকি গভীর রাত পর্যন্ত চলে মাদকসেবীর আড্ডা। মওলানা ভাসানী স্টেডিয়ামের দক্ষিণাংশের অস্বাস্থ্যকর এ অংশের পাশেই নানা শব্দেযন্ত্রের দোকানের সারি। বেচাকেনা চলাকালে উঁচু আওয়াজে শব্দযন্ত্র পরীক্ষা করা হয়। গ্রাহককে আকৃষ্ট করতে অনেক দোকানি দিনভর প্রচণ্ড শব্দে গানও বাজান। অথচ এ দোকানগুলোর ওপরেই বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ডরমিটরি। যেখানে অবস্থান করছেন বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করতে যাওয়া একমি চট্টগ্রাম দলের সদস্যরা!

একদিকে ময়লা-আবর্জনা, অন্যদিকে অসহনীয় শব্দদূষণ। দুইয়ের যোগফলে ডরমিটরিতে কাটানো সময়গুলো রীতিমতো বিভীষিকা হিসেবে উল্লেখ করলেন রোমান সরকার। জাতীয় দলের এ ফরোয়ার্ড কালবেলাকে বলেছেন, ‘২০১৩ সাল থেকে জাতীয় দলের ক্যাম্পে অবস্থানের অভিজ্ঞতা আমার। একটা সময় ক্যাম্পে অবস্থানের কথা চিন্তা করলেও গায়ে রীতিমতো জ্বর আসত! কারণ এখানকার অবস্থা একেবারেই নাজুক ছিল।’ কুমিল্লার দেবীদ্বার উপজেলা থেকে উঠে আসা রোমান সরকার আরও বলেন, ‘কয়েক বছর আগে ডরমিটরির অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু আশপাশের অবস্থা তো আর পাল্টায়নি। সব মিলিয়ে এ জায়গাটা জাতীয় দলের আবাসিক ক্যাম্পের জন্য মোটেও আদর্শ নয়।’

কাবাডি স্টেডিয়াম থেকে উত্তরে এগোলে ভলিবল স্টেডিয়াম। কিছু দূরেই মিলবে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম ও শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়াম। বক্সিং স্টেডিয়ামের সামনে ফাঁকা জায়গা ব্যবহৃত হচ্ছে পার্কিং জোন হিসেবে। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স, পল্টন ময়দান ও হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন এলাকার চিত্রও রুগণ। দিনভর যানবাহনের কোলাহল, রাতে ছিন্নমূল মানুষের আনাগোনা। মাদকসেবী ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ভিড় বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের নিত্যনৈমিত্তিক বিষয়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ক্রীড়া ফেডারেশন ফোরামের সভাপতি আসাদুজ্জামান কোহিনূর বললেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের এ পরিবেশ আমাদের ক্রমাগত আহত করছে। একটা কমপ্লেক্সের মধ্যে এতগুলো ক্রীড়া ফেডারেশনের অফিস ও ভেন্যু সচরাচর পৃথিবীর কোথাও দেখা যায় না। বঙ্গবন্ধুর নামে স্টেডিয়াম দেশের ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র। আমরা চাই উপাসনালয়ের মতো পবিত্র থাকুক স্টেডিয়াম কমপ্লেক্স; কিন্তু এখানকার পরিবেশ সম্পূর্ণ বিপরীত! বিষয়টি আমাদের ক্রমাগত দগ্ধ করে।’

বছরজুড়েই বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কার্যক্রম চলে বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের পল্টন ময়দানে। এ মাঠের দক্ষিণ-পশ্চিম পাশে বিশাল ময়লার স্তূপ। মাঠের পূর্বদিকে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য! দিনের পর দিন এ অবস্থা চললেও সেদিকে কারও দৃষ্টি নেই।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের দক্ষিণ দিকে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে অলিখিত পার্কিং জোন। এ নিয়ে ক্ষোভ নিংড়ে দিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রশাসক মোবারক করিম ভূঁইয়া লিটন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সে কোনো পার্কিং নেই। তারপরও এখানে প্রতিনিয়ত গাড়ি রাখা হচ্ছে, যা স্টেডিয়াম কমপ্লেক্সের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত করে। অবৈধভাবে গাড়ি রাখার বিষয়টি জানিয়ে আমরা স্থানীয় ট্রাফিক বিভাগে একাধিকবার চিঠি দিয়েছি। পুলিশ এসে মাঝেমধ্যে গাড়ি সরিয়ে দেয়, জরিমানাও করে; তাতেও সমস্যা দূর হচ্ছে না।’

বঙ্গবন্ধু স্টেডিয়াম ও মওলানা ভাসানী স্টেডিয়ামের মাঝের জায়গাটা অবৈধভাবে দখল করে সেখানে ব্যবসা করে যাচ্ছেন বিভিন্ন ব্যক্তি। মোবাইলের অ্যাক্সেসরিজের পসরা সাজিয়ে বসা এসব ব্যবসায়ীর জন্য বিঘ্নিত হয় স্বাভাবিক চলাফেরাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালেই যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

পুকুরে মাছের সঙ্গে উঠে এলো মরদেহ

স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের চেষ্টা

প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ করছে পারিবারিক পুষ্টি বাগান

বাকেরগঞ্জে অনুমোদন বিহীন দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধের দাবি

টিসিবির পণ্যের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শালিকে কোপাল দুলাভাই 

৯ মাসেই রির্জাভ থেকে ১০ বিলিয়ন ডলার বিক্রি

বাঙলা কলেজ ছাত্রলীগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চাঁদপুরে ২ শ্রমিককে ইট ভাটায় আটকে রাখার অভিযোগ

১০

অপরাধী শনাক্ত করবে সিসি ক্যামেরা

১১

ই-সিগারেট / নতুন মোড়কে পুরনো সর্বনাশ

১২

নন্দীগ্রামে প্রেসক্লাবের তুহিন সভাপতি, হানিফ সম্পাদক

১৩

মসজিদে নামাজের সময় এসি বিস্ফোরণ

১৪

সপ্তাহের ব্যবধানে একই এলাকায় আবারও খুন

১৫

বদরের শিক্ষায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হবে : সেলিম উদ্দিন

১৬

মৃত অবস্থায় পাওয়া গেল বিশ্বের সবচেয়ে বড় সেই সাপ

১৭

‘এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন’

১৮

‘ট্রি অব পিস’ পুরস্কারের যে প্রমাণ দিল ইউনূস সেন্টার

১৯

মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল যুবকের

২০
*/ ?>
X