
কাতার বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় তিন মাস হতে চলল। এখনো কাটেনি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনদের আনন্দের রেশ। ঠিক তেমনি ফাইনালের টাইব্রেকে আর্জেন্টিনার কাছে হারের দুঃখ এখনো কাটিয়ে উঠতে পারেনি ফরাসিরা। এক সাক্ষাৎকারে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম দাবি করেন, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উদযাপন এখনো পোড়ায় তাকে।
কাতারের লুসাইল স্টেডিয়ামের ফাইনালে ৩৬ মিনিটের মধ্যে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দেড় মিনিটের মধ্যে ফ্রান্সকে ম্যাচে ফেরান কিলিয়ান এমবাপ্পে। নাটকীয়তা ছিল অতিরিক্ত সময়ের খেলাতেও। মেসি আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার ১১৮ মিনিটে পেনাল্টি গোলে ফ্রান্সকে আবারও সমতায় ফেরান এমবাপ্পে।
শেষ পর্যন্ত টাইব্রেকে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা উৎসব করে আর্জেন্টিনা। মেসি-এমিলিয়ানো মার্টিনেজদের সেই উদযাপনকে অনেকের কাছে বাড়াবাড়ি মনে হয়েছে। শিরোপা জয়ের উদযাপনে এমবাপ্পেকে নিয়ে কৌতুক করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা।
বিশেষ করে আর্জেন্টাইন গোলকিপার মার্টিনেজের উদযাপন পছন্দ হয়নি অনেকেরই। এত দিন পর সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তার মতে, আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপন ছিল অগ্রহণযোগ্য।
ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দেশম বলেন, ‘তাদের ছাদে উঠে লাফালাফি আর উচ্ছ্বাসে ভেসে যাওয়াতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এতে শ্রদ্ধাবোধের ছিটেফোঁটাও আর থাকেনি। এমনটা কারও প্রাপ্য নয়, বিশেষ করে কিলিয়ানের। এটা ছিল অগ্রহণযোগ্য আচরণ। কিছু কিছু ক্ষেত্রে মাত্রা ছাড়ানো।’