মেসির ১৫টি ব্যালন ডি’অর থাকত, যদি…  

লিওনেল মেসি
লিওনেল মেসিছবি: সংগৃহীত

সর্বোচ্চ সাতটি ব্যালন ডি’অরের মালিক লিওনেল মেসি। পাঁচটি জিতে এই তালিকায় দ্বিতীয় স্থানে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু মেসির ব্যালন ডি’অরের সংখ্যাটা ১৫-তে গিয়ে ঠেকত, যদি তিনি রোনালদোর মতো পরিশ্রমী হতেন।

এমন মন্তব্যই করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরাসি ডিফেন্ডার প্যাট্রিক এভরা। কঠোর পরিশ্রম নীতির কারণেই মেসির চেয়ে রোনালদোকে বেশি ভালো লাগে বলেও মন্তব্য করেছেন তিনি। রিও ফার্দিনান্দের ফাইভ ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন তিনি।

রোনালদো ও এভরা যখন ম্যানইউর জার্সিতে সতীর্থ
রোনালদো ও এভরা যখন ম্যানইউর জার্সিতে সতীর্থছবি: সংগৃহীত

একটা সময় ম্যানইউতে রোনালদোর সঙ্গে খেলেছেন এভরা। তিন মৌসুমে কাঁধে কাঁধে রেখে জিতেছেন দুটি লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগও। মেসিকে তাই অনেকে সর্বকালের সেরার খেতাব দিলেও এভরার পছন্দ রোনালদোই।

তিনি বলেন, ‘আমি ব্যাখ্যা করতে চাই কেন আমি রোনালদোকে বলছি, এটা নয় কারণ সে আমাদের ভাই। কারণ আমি তার কাজের নীতিকে ভালোবাসি। আমার মনে হয় মেসি, যাকে স্রষ্টা প্রতিভা দিয়েছে। যাতে তিনি সফল। অন্যদিকে সফল হতে ক্রিশ্চিয়ানোকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে।’

লিওনেল মেসি
মেসি- এখন নয়তো আর কখনোই নয়

এভরা আরও বলেন, ‘মেসি যদি ক্রিশ্চিয়ানোর মতো আরও পরিশ্রমী হতেন, তাহলে তার নামের পাশে থাকত ১৫টি ব্যালন ডি'অর। আমি শুধু সেই লোকদের ভালোবাসি যারা কঠোর পরিশ্রম করে এবং সেই কারণেই আমি ক্রিশ্চিয়ানোকে বেছে নিয়েছি। আমি জানি বিশ্বকাপের পরে মেসিকে সবাই বলছে গ্রেটেস্ট অল টাইম। তবে রোনালদো কিন্তু ভিন্ন স্তরের।‘

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com