
১৯৯০ সালে দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে পশ্চিম জার্মানি। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জুর্গেন ক্লিন্সম্যান। জার্মান এই কিংবদন্তি ফুটবলারকে জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত করেছে দক্ষিণ কোরিয়া। কাতার বিশ্বকাপে ব্যর্থতার দায়ে সরে যাওয়া পর্তুগিজ কোচ পাওলো বেন্টোর জায়গায় দায়িত্ব সামলাবেন তিনি।
পাওলো বেন্টোর অধীনে ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে খেলে দক্ষিণ কোরিয়া। কিন্তু প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। এরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ান বেন্টো। দক্ষিণ কোরিয়ার ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত ক্লিন্সম্যানের সঙ্গে চুক্তি করা হয়েছে।
টানা ১০ বিশ্বকাপের মূল পর্বে খেলেছে দক্ষিণ কোরিয়া। স্বাভাবিকভাবেই শুরু থেকে ক্লিন্সম্যানের ওপর প্রত্যাশার চাপ থাকবে যথেষ্ট। খেলোয়াড় জীবন থেকে অবসর নেওয়ার পর কোচিং পেশায় নিযুক্ত হন এই জার্মান। তার অধীনে ২০০৬ ফুটবল বিশ্বকাপে খেলে জার্মানি। ঘরের মাঠের সেই বিশ্বকাপে সেমিফাইনালে খেলে জার্মানরা। পরে নিজের ক্লাব বায়ার্ন মিউনিখের হয়েও কোচিং করিয়েছেন ক্লিন্সম্যান।
দক্ষিণ কোরিয়ার কোচ হিসেবে ক্লিন্সম্যানের প্রথম মিশন প্রীতি ম্যাচ। ২৪ মার্চ লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পাশাপাশি ২০২৪ সালের এশিয়া কাপের চাপও সামলাতে হবে তাকে। ১৯৬০ সালের পর এশিয়া কাপ জিততে পারেনি দক্ষিণ কোরিয়া। সেই খরা কাটাতে তার ওপর ভরসা রাখছেন দক্ষিণ কোরিয়ার ফুটবল কর্তারা।