জয়ে সিটিকে আরও পেছনে ফেলল আর্সেনাল

গোলের পর আর্সেনাল ফুটবলারদের উল্লাস।
গোলের পর আর্সেনাল ফুটবলারদের উল্লাস।ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে পাত্তাই দিল না শীর্ষে থাকা আর্সেনাল। গানাররা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে দ্য ব্লক ওয়াচদের। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল মিকেল আরতেতার দল।

নিজেদের মাঠে এই জয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। আর একটি করে গোল করেন বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ড। ২৫ ম্যাচে ১৯ জয় আর ৩ ড্রতে আর্সেনালের পয়েন্ট ৬০। আর সমান ম্যাচে ১৭ জয় ও ৪ ড্রতে ম্যানসিটির পয়েন্ট ৫৫।

ম্যাচের শুরু থেকে এভারটন রক্ষণকে চেপে ধরে আর্সেনাল। ৪০ মিনিট পর্যন্ত নিজেদের গোল পোস্ট অক্ষত রাখতে পেরে ছিল সফরকারিরা। কিন্তু জিনচেঙ্কোর পাসে কাছের পোস্টে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ আর্সেনালকে ১-০ গোলে এগিয়ে নেন বুকায়ো সাকা। এরপর ভেঙে পড়ে এভারটনের রক্ষণ।

প্রথমার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের রক্ষণ দুর্বলতাকে কাজে লাগিয়ে আর্সেনালের গোল ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে লিওয়ানদ্রো ট্রসার্ডের পাসে দারুণ ফিনিশিংয়ে গানারদের লিড ৩-০ করেন মার্টিন ওডেগার্ড । আর ৮০ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন মার্তিনেল্লি।

গোলের পর আর্সেনাল ফুটবলারদের উল্লাস।
হলান্ডের নিষ্প্রভ রাতে জয়হীন ম্যানসিটি

এই হারে বিব্রতকর এক রেকর্ড গড়ল এভারটন। ১৯৮৬ সালের পর অ্যাওয়ে ম্যাচে শীর্ষে থাকা দলের বিপক্ষে জয় পায়নি তারা। গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় ৪-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় শন ডাইচের শিষ্যদের।

গোলের পর আর্সেনাল ফুটবলারদের উল্লাস।
জয়ে ম্যানসিটির সঙ্গে ব্যবধান বাড়াল আর্সেনাল

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com