নিষ্প্রভ রোনালদো, শীর্ষস্থান হারাল আল-নাসর

সৌদি আরবে প্রথম হারের পর হতাশ ক্রিশ্চিয়ানো রোনালদো।
সৌদি আরবে প্রথম হারের পর হতাশ ক্রিশ্চিয়ানো রোনালদো।ছবি : সংগৃহীত

সৌদি আরবে প্রথম হারের স্বাদ পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল ইত্তিহাদের গুরুত্বপূর্ণ ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি তাকে। সিআরসেভেনের নিষ্প্রভতার সুযোগ নিয়ে আল-নাসরকে ১-০ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ।

এই হারে লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে আল-নাসর। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে রোনালদোর দল। জয়ে ৪৭ পয়েন্ট নিয়ে আল-নাসরকে টপকে শীর্ষে উঠেছে আল ইত্তিহাদ।

গোলের আল ইত্তিহাদের ফুটবলারদের উল্লাস।
গোলের আল ইত্তিহাদের ফুটবলারদের উল্লাস।ছবি : সংগৃহীত

সবশেষ চার ম্যাচের সবকটিতেই জিতে উড়ছিল আল-নাসর। দারুণ ফর্মে ছিলেন পর্তুগিজ সুপারস্টার। ক্লাবের হয়ে শেষ চারটি ম্যাচে নিজের ৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। অথচ সৌদি প্রো লিগ শিরোপার দৌড়ের গুরুত্বপূর্ণ ম্যাচে নিষ্প্রভ ছিলেন সিআরসেভেন। অন টার্গেটে মাত্র একটি শট নেন তিনি। পারলেন না দলকে জেতাতে।

ম্যাচের ৮০ মিনিটে জয়সূচক গোলটি পায় আল ইত্তিহাদ। হাইভোল্টেজ ম্যাচে হেরে লিগ শিরোপা জয়ের স্বপ্নে কিছুটা ধাক্কা খেল রোনালদোর দল। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সতীর্থদের সঙ্গে গ্যালারির কাছে যান রোনালদো। হাততালি দিয়ে সমর্থকদের সান্ত্বনা দেন আল-নাসরের সমর্থকদের।

হারের পর সমর্থকদের সান্ত্বনা দিচ্ছেন আল-নাসরের ফুটবলাররা।
হারের পর সমর্থকদের সান্ত্বনা দিচ্ছেন আল-নাসরের ফুটবলাররা।ছবি : সংগৃহীত

সেখান থেকে হেঁটে আসার সময় রাগে রোনালদোকে ফুঁসতে দেখা যায়। ড্রেসিংরুমের টানেলে ঢোকার আগমুহূর্তে নিজের হতাশা আর চেপে রাখতে পারেননি তিনি। দৌড়ে গিয়ে ডাগআউটের পাশে রাখা প্লাস্টিকের পানির বোতলে লাথি মারেন রোনালদো। এরপর কোনো দিকে না তাকিয়ে হাঁটতে হাঁটতে চলে যান টানেলের ভেতরে।

তবে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি, ‘এই ফলে হতাশ। কিন্তু আমরা আমাদের সামনে পড়ে থাকা মৌসুম আর খেলায় মনোযোগী।’ এ সময় সমর্থকদের উদ্দেশে রোনালদো লেখেন, ‘আল-নাসর সমর্থকদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা জানি, আপনারা সব সময় আমাদের পাশে আছেন।’

সৌদি আরবে প্রথম হারের পর হতাশ ক্রিশ্চিয়ানো রোনালদো।
রোনালদোর হ্যাটট্রিকে শীর্ষে আল-নাসর

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com