
বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামছে মেসির আর্জেন্টিনা। মনুমেন্টাল স্টেডিয়ামে বৃহস্পতিবারের সেই প্রীতি ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ পানামা। দুই দেশের শেষ পাঁচ ম্যাচের সবকটিতে আর্জেন্টিনার জয় থাকলেও এ ম্যাচ ঘিরে আগ্রহের ঝড় উঠেছে আর্জেন্টাইনদের মধ্যে।
স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৮৩ হাজার হলেও এর মাঝে ২০ হাজার আসন রাখা হয়েছে সংরক্ষিত। অবশিষ্ট ৬৩ হাজার টিকিটের জন্য অনলাইনে আগ্রহ দেখিয়ে ছিলেন ১৫ লাখ সমর্থক। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) ওয়েবসাইটের মাধ্যমে যা কিনা বিক্রি হতে সময় লেগেছে মাত্র দুই ঘণ্টা।
আর একটি ম্যাচের টিকিটের মূল্য ছিল ২৪৫ মার্কিন ডলার সমতুল্য ২৭ হাজার টাকা, পরিসংখ্যানের হিসাবে যা দেশটির জনগণের গড় বেতনের দ্বিগুণ। এসব তথ্য জানিয়ে এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া জানিয়েছেন, স্টেডিয়ামের প্রেস বক্সের সাংবাদিকদের জন্য ৩৪৪টি আসনের বিপরীতে সব মিলিয়ে আবেদন জমা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৩৭টি।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে আর্জেন্টাইন ফুটবলের এই শীষ কর্তা বলেন, দর্শক-সাংবাদিকদের এমন আগ্রহ মেটাতে মনুমেন্টালের মতো দুটি স্টেডিয়ামেও সম্ভব হবে না। এই ম্যাচের পাঁচ দিন পরই আরেকটি প্রীতি ম্যাচে কুরাকাওয়ার বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা।