
গত সপ্তাহে দুই লেগে বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় পিএসজি। আরেকটি ধাক্কার খুব কাছে পৌঁছে গিয়েছিল ফরাসি জায়ান্টরা। তালিকার ১৫ নম্বরে ব্রেস্তের বিপক্ষে সহজ জয় তো দূরের কথা, পয়েন্ট খোয়ানোর শঙ্কায় পড়ে গিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা।
তবে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেতে ভর করে শেষ মুহূর্তে উদ্ধার হয় পিএসজির। ৯০ মিনিটে মেসির পাস থেকে গোল করেন এমবাপ্পে। এতে ব্রেস্তের বিপক্ষে ২-১ গোলের জয় পায় টেবিল টপাররা। এ জয়ে লিগ শিরোপা দৌড়ে আরও এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। ২৭ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৬। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ২৬ ম্যাচে ৫৫। এই গোলের স্বস্তির জয়ের পাশাপাশি একটি মাইলফলক ছুঁয়েছে পিএসজি।
এ গোলে স্বস্তির জয় পাওয়ার পাশাপাশি লিগ ওয়ানে পিএসজি একটি মাইলফলক ছুঁয়েছে। লিগ ওয়ানে এটি ছিল প্যারিসের ক্লাবটির ৩০০০তম গোল। পিএসজির গোলের মাইলফলকের রাতে আরও একটি রেকর্ড স্পর্শ করেছেন এমবাপ্পে। লিগ ওয়ানে পিএসজির হয়ে সর্বোচ্চ গোল এডিনসন কাভানির রেকর্ডে ভাগ বসান ফরাসি তারকা।
২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে নাম লেখান এমবাপ্পে। এরপর থেকে পিএসজির জার্সিতে বেশ ধারাবাহিক রাশিয়া বিশ্বকাপজয়ী এই তারকা। এর আগে নঁতের বিপক্ষে গোল করে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে কাভানিকে পেছনে ফেলেছিলেন তিনি। আর এবার ফরাসি লিগও গোলের রেকর্ডে উরুগুয়ের তারকা ছুঁয়ে ফেলেছেন এমবাপ্পে।
পিএসজির জার্সিতে ১৬৫ ম্যাচে এমবাপ্পের গোল এখন ১৩৮টি। এর আগে ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত ৭ বছরে পিএসজির হয়ে খেলে লিগ ওয়ানে ১৩৮ গোল করেছিলেন কাভানি। উরুগুইয়ান স্ট্রাইকারকে অবশ্য এমবাপ্পের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন। ২০০ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছিলেন তিনি।
অন্যদিকে, লিগ ওয়ানের ১২তম দল হিসেবে ৩ হাজার গোলের নতুন কীর্তি গড়ল পিএসজি। এই গোলগুলো করতে পিএসজির লেগেছে ১ হাজার ৮৫৮ ম্যাচ। ইতিহাসের তৃতীয় দ্রুততম দল হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছে ফরাসি ক্লাবটি। পিএসজির চেয়ে কম খেলে লিগ ওয়ানে ৩ হাজার গোল করেছে শুধু মার্শেই ও সাঁত এতিয়েন। এই দুই দলের লেগেছে যথাক্রমে ১ হাজার ৮০১ ও ১ হাজার ৮১৬ ম্যাচ।