
লিওনেল মেসি ১৮ বছরের ফুটবল ক্যারিয়ারে প্রায় সবই জিতেছিলেন। কিন্তু একটা বিশ্বকাপ না থাকায় তার গ্রেটনেস নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকে। কাতার বিশ্বকাপ জিতে সেই সমালোচকদের মুখ চিরতরে বন্ধ করেছেন মেসি।
আর দীর্ঘ অপেক্ষার পর তাকে বিশ্বকাপ ট্রফি তুলে ধরতে দেখে দারুণ খুশি হয়েছেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ।
ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন মেসি। তা দেখে ২১ গ্র্যান্ডস্লামজয়ী টেনিস তারকা জোকোভিচ বলেন, ‘আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করছি। দারুণ একটা ফাইনাল দেখলাম। রোমাঞ্চকর ম্যাচ। সবচেয়ে ভালো লেগেছে, মেসি যেভাবে কাপ জিতল সেটা এবং যেভাবে তাদের দেশে বরণ করে নেওয়া হলো তা দেখে।’
তিনি আরও বলেন, ‘একজন খেলাপ্রেমী হিসেবেই বলি, আমি মেসিকে অসম্ভব শ্রদ্ধা করি। আমি মনে করি, বিশ্বের বেশিরভাগ ক্রীড়াপ্রেমীই মেসির হাতে বিশ্বকাপ দেখে আনন্দিত হয়েছেন; তার এ অর্জনে স্বস্তি পেয়েছেন। মেসি দারুণ বিনয়ী, একেবারে মাটির মানুষ। সাফল্য তাকে কখনো ঔদ্ধত্য করে তোলেনি। এত বছর ধরে মেসিকে দেখছি, আমি মনে করি, সে বাচ্চাদের সামনে দারুণ এক উদাহরণ। এটা মেসি অর্জন করেছেন।’