দোহায় নেইমারের সফল অস্ত্রোপচার

নেইমার জুনিয়র।
নেইমার জুনিয়র।ছবি: সংগৃহীত

চোটের সঙ্গেই তার বসবাস। কখনো অল্প, কখনো গুরুতর। এই যেমন আরও একবার ছুরি-কাচির নিচে যেতে হলো পিএসজির তারকা ফুটবলার নেইমারকে। শুক্রবার দোহায় তার পায়ে হয়েছে সফল অস্ত্রোপচার। পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে এমন তথ্য।

দোহার এসপেতার হাসপাতালে পিটার ডি'হগে, জেমস কেলডার এবং ডা. রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে হয়েছে এই অস্ত্রোপচার। বিশ্রামে থাকা নেইমারকে এখন যেতে হবে কঠোর ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে।

গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। পিএসজির হয়ে জয় পাওয়া ম্যাচে নেইমার করেছিলেন এক গোলও। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষের কঠোর ট্যাকলে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ব্রাজিল সুপারস্টার। তখনই বুঝা গিয়েছিল নেইমারের চোট গুরুতর।

এরপর ক্লাব পিএসজির পক্ষ থেকে জানানো হয়, চোটের জন্য নেইমারের অস্ত্রোপচার করাতে হবে। ফলে আগামী ৩ থেকে ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। শেষ পর্যন্ত তা হলে চলতি মৌসুমে পিএসজির জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com