কাটা গেল জুভেন্তাসের ১৫ পয়েন্ট

জুভেন্তাসের ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া।
জুভেন্তাসের ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া।ছবি : সংগৃহীত

ইতালির সবচেয়ে সফল ক্লাব জুভেন্তাস। কিন্তু চলতি মৌসুমে পড়েছে চরম বিপদে। ইতালিয়ান লিগ সিরি আ থেকে বড় অঙ্কের পয়েন্ট কাটা গেল ক্লাবটির। ফুটবলারদের দলবদল থেকে পাওয়া অর্থ ও মুনাফা নিয়ে মিথ্যাচার করার অভিযোগে তুরিনের ওল্ড লেডিদের ১৫ পয়েন্ট কেটে নিয়েছেন ইতালিয়ান ফুটবল আদালত। এমনটাই জানিয়েছে ইতালির ফুটবল ফেডারেশন এফআইজিসি। আর এ খবর নিশ্চিত করেছে ইএসপিএন ও গোল ডটকম।

গতকাল শুক্রবার এই সিদ্ধান্ত জানান দেশটির ফুটবল আদালত। চলতি মৌসুমে এ পর্যন্ত লিগে ১৮টি ম্যাচ খেলেছে জুভেন্তাস। ১১ জয়, ৪ ড্র আর ৩ হারে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় ছিল জুভরা। কিন্তু ১৫ পয়েন্ট কাটায় ১০ নম্বরে নেমে গেছে তারা।

চলতি মৌসুমে লিগের ম্যাচ বাকি ২০টি। ধারণা করা হচ্ছে, এই পয়েন্ট কাটা যাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে নাও খেলার সুযোগ হতে পারে জুভেন্তাসের। গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, ২০২১ সালে ক্লাবটির আর্থিক বিষয়ে তদন্ত শুরু হয়। তখন দাবি করা হয়, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ক্লাবের আর্থিক ক্ষতি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

আদালতে শুনানির সময় প্রসিকিউটর ৯ পয়েন্ট কাটার অনুরোধ করেন। কিন্তু আদালত তা আমলে নেননি। পয়েন্ট কাটা ছাড়া ক্লাবটির কর্তাদেরও শাস্তির আওতায় এনেছেন দেশটির ফুটবল আদালত।

ক্লাবের অতীত ও বর্তমান মিলিয়ে ১১ জন পরিচালকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। এর মধ্যে জুভেন্তাসের সাবেক চেয়ারম্যান আন্দ্রেয়া অ্যাগনেলিকে দুই বছরের (২৪ মাস) জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে ইতালীয় সকার অফিসে প্রবেশাধিকার হারিয়েছেন তিনি। গত বছরের নভেম্বরে চেয়ারম্যানের পদ ছেড়েছিলেন আন্দ্রেয়া অ্যাগনেলি।

এ ছাড়া সাবেক ক্রীড়া পরিচালক ফ্যাবিও প্যারাটিসিকে আড়াই বছরের (৩০ মাস) জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফ্যাবিও বর্তমানে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের ফুটবলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com