আর মাত্র দুদিন, এরপর মাঠে গড়বে কোপা আমেরিকার ৪৮তম আসর। উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ লক্ষ্যে প্রথম ম্যাচের ভেন্যু আটলান্টায় অনুশীলন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর, গুয়েতেমালাকে ৪-১ গোলে হারায় আর্জেন্টিনা। সে ম্যাচে জোড়া গোল করেন লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।
পরদিন দক্ষিণ আমেরিকান এই টুর্নামেন্টের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
Argentina begins training for the 2024 Copa America! pic.twitter.com/nkLBy0Gfc9 — Roy Nemer (@RoyNemer) June 17, 2024
চূড়ান্ত স্কোয়াড নিয়ে প্রথমবারের মতো অনুশীলন করেন মেসি-ডি মারিয়ারা। এর আগে পুরো দল ফ্লোরিডা থেকে উদ্বোধনী ম্যাচে ভেন্যু আটলান্টায় এসে পৌঁছায়। কোপার শিরোপা ধরে রাখার মিশন আর্জেন্টিনার।
টানা তৃতীয় আন্তর্জাতিক শিরোপা জিততে আটলান্টার কেনেসো বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন শুরু করেছে বর্তমান বিশ্বকাপজয়ীরা। শুধু অনুশীলনে নিজেদের ব্যস্ত রাখেননি লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং রদ্রিগো ডি পলরা।
আর্জেন্টিনা জাতীয় দলের নতুন জার্সিতে ছবি তুলতে দেখা যায় তাদের। নতুন এই জার্সি পড়ে এবারের কোপায় অংশ নেবেন লা আলবিসেলেস্তারা। জার্সি মাঝামাঝি গত আসরের চ্যাম্পিয়ন ব্যাজ রয়েছে।
আগামী ২০ জুন শুরু হবে শতবর্ষী টুর্নামেন্ট কোপা আমেরিকা কাপ। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে কানাডা। রেকর্ড সর্বোচ্চ ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। এক গ্রুপে ৪টি দল আর চার গ্রুপের ১৬ দল।
কোপা আমেরিকা গ্রুপ বিন্যাস
এ-গ্রুপ : আর্জেন্টিনা, কানাডা, চিলি, পেরু বি-গ্রুপ : ইকুয়েডর, মেক্সিকো, জ্যামাইকা, ভেনিজুয়েলা সি-গ্রুপ : যুক্তরাষ্ট্র, পানামা, উরুগুয়ে, বলিভিয়া ডি-গ্রুপ : ব্রাজিল, প্যারাগুয়ে, কোস্টারিকা, কলম্বিয়া
আর্জেন্টিনার পরের দুই ম্যাচে ২৬ জুন চিলি এবং ৩০ জুন পেরু বিপক্ষে খেলবে।
মন্তব্য করুন