স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ১২:৫০ এএম
আপডেট : ১৬ জুন ২০২৪, ১২:৫৩ এএম
অনলাইন সংস্করণ
২০২৪ ইউরো

ক্রোয়েশিয়াকে উড়িয়ে স্পেনের শুভ সূচনা

দ্বিতীয় গোলের পর রুইজের উল্লাস । ছবি : সংগৃহীত
দ্বিতীয় গোলের পর রুইজের উল্লাস । ছবি : সংগৃহীত

জার্মানিতে শুরু হয়েছে ইউরোপের দেশগুলোর ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা ‍ইউরোর এবারের আসর। ২৪ দলের এই ফুটবল প্রতিযোগিতায় অন্যতম ফেভারিট হিসেবেই আগমন হয়েছে তিন বারের চ্যাম্পিয়ন স্পেনের। আর ফেভারিট দলটি শুরুও করেছে ফেভারিটদের মতোই।

শনিবার (১৫ জুন) ইউরো ২০২৪ এ নিজেদের উদ্বোধনী ম্যাচে ৩-০ ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে দারুণ শুরু করেছে স্পেন। বার্লিনে অনুষ্ঠিত গ্রুপ বি-এর এই ম্যাচে আলভারো মোরাতা দলের পক্ষে প্রথম গোল করেন, আর ১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল ইউরো ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েন।

স্পেনের অধিনায়ক আলভারো মোরাতা তার ইউরো ক্যারিয়ারের সপ্তম গোলটি করেন, যা তাকে ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়ারার এবং ফরাসি তারকা আন্তোয়ান গ্রিজমানের সঙ্গে সমান অবস্থানে নিয়ে আসে। ফাবিয়ান রুইজের এক দুর্দান্ত থ্রু বল থেকে মোরাতা এই গোলটি করেন। কিছুক্ষণ পরেই, রুইজ নিজেই দ্বিতীয় গোলটি করেন, ক্রোয়েশিয়ার ডিফেন্স ভেদ করে চমৎকারভাবে শট করে।

স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল ইউরো ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন, পূর্বের রেকর্ডধারী পোল্যান্ডের ক্যাসপার কোজলোস্কিকে ছাড়িয়ে। তার অসাধারণ পারফরম্যান্স পূর্ণতা পায় দানি কারভাহালের জন্য একটি সঠিক অ্যাসিস্টের মাধ্যমে, যেটি হাফটাইমের আগে স্পেনের তৃতীয় গোলটি নিশ্চিত করে।

ক্রোয়েশিয়ার জন্য মাঠে সমর্থকদের শক্তিশালী সমর্থন সত্ত্বেও, ক্রোয়েশিয়া স্পেনের গতি এবং নিখুঁত খেলার সঙ্গে তাল মিলাতে পারেনি। ব্রুনো পেটকোভিচ একটি গুরুত্বপূর্ণ সুযোগ মিস করেন যখন তার লেট পেনাল্টি শটটি ব্যর্থ হয় এবং ভিএআর হস্তক্ষেপের কারণে গোলটি বাতিল হয়।

কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে, স্পেন তাদের বহুমুখিতা এবং নিয়ন্ত্রণ প্রদর্শন করছে এই ম্যাচেও। যা সাম্প্রতিক টুর্নামেন্টগুলিতে তাদের প্রায়শই সমালোচিত আক্রমণাত্মক অদক্ষতা থেকে ভিন্ন। ইয়ামাল এবং অভিজ্ঞ খেলোয়াড় মোরাতার মতো তরুণ প্রতিভার অন্তর্ভুক্তি বিজয়ের মূলমন্ত্র প্রমাণিত হয়েছে।

স্পেনের এই বিজয় তাদেরকে রেকর্ড-ভাঙা চতুর্থ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ শিরোপার জন্য শক্ত প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে, ক্রোয়েশিয়া, যার নেতৃত্বে ছিলেন লুকা মদ্রিচ তাদের আগামী ম্যাচগুলিতে আলবেনিয়া এবং বর্তমান চ্যাম্পিয়ন ইতালির বিরুদ্ধে কঠিন পথ পাড়ি দিতে হবে।

স্পেনের পরবর্তী চ্যালেঞ্জ হবে এই গতি বজায় রাখা আর ক্রোয়েশিয়াকে দ্রুত পুনরায় সংগঠিত হতে হবে তাদের নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে।

এই দাপুটে জয়টি স্পেনের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি টুর্নামেন্টের অন্য দলগুলির জন্য একটি সতর্কবার্তা হিসেবেও কাজ করবে।

স্পেনের শক্তিশালী পারফরম্যান্স এবং ট্যাকটিক্যাল দক্ষতা, যা তারুণ্যের উদ্দীপনা এবং অভিজ্ঞ নেতৃত্বের মিশ্রণে গঠিত, তাদের ইউরো ২০২৪-এর প্রাথমিক ফেভারিট হিসেবে স্থাপন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে : নাছির উদ্দীন 

তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ গ্রেপ্তার

শিল্পকলায় প্রদর্শিত হলো সার্কাস

৮ দফা অবিলম্বে বাস্তবায়ন দাবি ঐক্য পরিষদের

পুলিশ পরিচয়ে দখলবাণিজ্য এসপি শামীমা ইয়াসমিনের

ওয়ানডে সিরিজেও মুশফিককে নিয়ে শঙ্কা

বিধানসভা উপনির্বাচন / পশ্চিমবঙ্গে ৬ আসনেই তৃণমূলের জয়

জোর করে পদত্যাগ করানো সেই উপাধ্যক্ষের হৃদরোগে মৃত্যু!

বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে পরীমণির স্ট্যাটাস

টেস্টে হাসানের দারুণ রেকর্ড

১০

নির্দোষ ব্যক্তিদের নামে হওয়া মামলা আইন মেনে প্রত্যাহারের নির্দেশ

১১

ব্র্যাকের মানসিক স্বাস্থ্যসেবা হটলাইন ‘মনের যত্ন’ চালু

১২

৮ মাসে হাফেজ হলেন ৮ বছরের ওমর

১৩

নৌবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

১৪

বিধানসভা নির্বাচন / ঝাড়খণ্ড জনমুক্তি-কংগ্রেসের, মহারাষ্ট্রে বিজেপি জোটের জয়

১৫

বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

১৬

নেতাদের বাঁচার উপায় বাতলে দিলেন তারেক রহমান

১৭

গল্পে গল্পে পাপনকে খোঁচা ফারুকের

১৮

পাকিস্তানে কাল আরেক অভ্যুত্থান হবে?

১৯

ছাত্র আন্দোলনে ‘২৮ রাউন্ড গুলি’ করা সেই তৌহিদ গ্রেপ্তার  

২০
X