
এএফসি অনুর্ধ্ব-২০ নারী বাছাই ফুটবল টুর্নামেন্টে দারুণ জয় দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার কমলাপুর স্টেডিয়ামে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেছেন আকলিমা খাতুন ও স্বপ্না রানী।
ঘরের মাঠে শুরু থেকেই দাপট ছিল বাংলাদেশের। তবে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত। গোলটি করেন আকলিমা। যদিও হ্যান্ডবলের আপত্তি তুলে গোল বাতিলের আবেদন জানিয়েছিল তুর্কমেনিস্তানের খেলোয়াড়রা। তবে রেফারি তা আমলে নেননি।
৭১ মিনিটে আকলিমার পায়েই দ্বিতীয় গোল পায় বাংলাদেশ। বাকি দুটি গোল আসে স্বপ্নার পা থেকে মাত্র দুই মিনিটের ব্যবধানে। ৮০ মিনিটে ইতি খাতুনের ক্রস থেকে হেডে নিজের প্রথম গোলটি করেন স্বপ্না। দুই মিনিট পর শাহেদা আক্তার রিপার কাটব্যাক থেকে কোনাকুনি শট নেন স্বপ্না। বল তুর্কিমেনিস্তান মিডফিল্ডার মামেদোভা মালিকার পায়ে লেগে জড়ায় জালে (৪-০)।
এর আগে ইরানের বিরুদ্ধে ১-৭ গোলে হেরেছিল তুর্কমেনিস্তান। টানা দুই হারে বিদায় নিল দলটি। বাংলাদেশের পরের ম্যাচ ইরানের সঙ্গে। বাছাইয়ের পরবর্তী ধাপে যেতে হলে বাংলাদেশকে অবশ্যই ইরানকে হারাতে হবে। ওই ম্যাচ ড্র হলে বাংলাদেশ ও ইরানের পয়েন্ট হেড টু হেড সমান হবে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় পরবর্তী রাউন্ডে চলে যাবে ইরান।