ইনফান্তিনোর হ্যাটট্রিক

জিয়ান্নি ইনফান্তিনো
জিয়ান্নি ইনফান্তিনোছবি: সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো ফিফার সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার ফিফার কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। তার মানে ২০২৭ সাল পর্যন্ত ফিফার শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন সুইস এই নাগরিক।

২০১৬ সালে প্রথমবারের মতো ফিফার সভাপতি পদে নির্বাচিত হন ইনফান্তিনো। সভাপতি পদে নির্বাচনে তিনি তখন পরাজিত করেন সেফ ব্লাটারকে। দ্বিতীয় মেয়াদেও জেতেন তিনি। এবার হলো হ্যাটট্রিক।  

জিয়ান্নি ইনফান্তিনো
ফিফা সভাপতিকে জিজ্ঞাসাবাদ

রুয়ান্ডার রাজধানীতে অনুষ্ঠিত কংগ্রেসে ইনফান্তিনো বলেন, ‘এখানে বিপুলসংখ্যক প্রতিনিধি আমাকে ভালোবাসেন এবং কিছুসংখ্যক আছেন যারা আমাকে ঘৃণা করেন। তবে আমি সবাইকে ভালোবাসি।’

ইনফান্তিনোকে ভোট দেননি নরওয়ে  ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস। এই তালিকায় ছিলেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বার্ন্ড নুয়েনডর্ফও।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com