রিয়ালের হোটেলের সামনে লিভারপুল সমর্থকদের উন্মত্ত আচরণ

রিয়াল মাদ্রিদের হোটেলের সামনে লিভারপুল সমর্থকরা উন্মত্ত আচরণ করে।
রিয়াল মাদ্রিদের হোটেলের সামনে লিভারপুল সমর্থকরা উন্মত্ত আচরণ করে। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি লিভারপুলের। দুবারই হারতে হয়েছে রিয়াল মাদ্রিদের কাছে। এর প্রতিশোধ নিতে আজব এক ফন্দি করেছিলেন অলরেডদের সমর্থকরা।

ম্যাচের আগের রাতে রিয়াল মাদ্রিদের ফুটবলারদের উত্ত্যক্ত করতে হোটেলের সামনে হাজির হন একদল সমর্থক। ঢাকঢোল পিটিয়ে, আতশবাজি ফুটিয়ে, চিৎকার-চেঁচামেচি করেন তারা। উদ্দেশ্য ছিল বেনজেমা-ভিনিসিয়ুস জুনিয়রদের ঘুমের ব্যাঘাত ঘটনো।

এর আগেও তাদের বিরুদ্ধে এই ধরনের কর্ম করার অভিযোগ রয়েছে, যাতে ম্যাচে মনঃসংযোগ নষ্ট হয় রিয়াল ফুটবলারদের। কিন্তু হয়েছে হিতে বিপরীত। দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায় রিয়াল। প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৫-২ গোলে হেরে যায় লিভারপুল। যদিও অতীতে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন দুই দলের সমর্থকরা।

রিয়াল মাদ্রিদের হোটেলের সামনে লিভারপুল সমর্থকরা উন্মত্ত আচরণ করে।
লিভারপুলের মাঠে রিয়ালের গোল উৎসব

গত বছর প্যারিসে ফাইনালে হারের পর উন্মত্ত আচরণ করতে থাকেন লিভারপুল সমর্থকরা। ম্যাচের পর রিয়ালের বাসের উদ্দেশে প্লাস্টিকের বোতল ছুড়তে দেখা গিয়েছে তাদের। পরিস্থিত নিয়ন্ত্রণে লিভাপুল সমর্থকদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে ফ্রান্সের পুলিশ।

রিয়াল মাদ্রিদের হোটেলের সামনে লিভারপুল সমর্থকরা উন্মত্ত আচরণ করে।
অ্যানফিল্ডে রিয়ালের কয়েক কীর্তি

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com