বর্তমান সময়ের সবচেয়ে ভয়ানক স্ট্রাইকারদের একজন ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং ব্রত হলান্ড। ডিভেন্ডারদের দুঃস্বপ্নে পরিণত হওয়া এই স্ট্রাইকার বরাবরই শিরোনামে থাকেন নিজের অসাধারণ গোল দক্ষতার কারণে। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক কারণে খবরের শিরোনাম হলেন তিনি। কারাগারে যেতে হতে পারে হলান্ডকে।
ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড সুইজারল্যান্ডে জেলে যেতে পারেন বলে খবর প্রকাশিত হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশটিতে একটি জরিমানা না দিয়ে ফেলে রেখেছেন।
সুইস সংবাদমাধ্যম ব্লিক-এর প্রতিবেদন অনুযায়ী, হলান্ড সুইজারল্যান্ডে তার পরবর্তী সফরে সমস্যায় পড়তে পারেন। ৬০ সুইস ফ্রাঁস (প্রায় ৮০০০ টাকা) জরিমানা না দেওয়ার কারণে তার একদিনের জেল হতে পারে।
যদিও এই জরিমানার পরিমাণ একজন পেশাদার ফুটবলারের জন্য হাতের ময়লা, কিন্তু এটি পরিশোধ না করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে, তিনি সুইজারল্যান্ডে গিয়ে জরিমানার অর্থ পরিশোধ করলেই জেল এড়ানো সম্ভব।
হলান্ডের বাবা আলফি-ইঙ্গে ২০২৩ সালে নরওয়ে ছেড়ে স্থায়ীভাবে সুইজারল্যান্ডে বসবাস শুরু করেন। জানা গেছে, বড়দিনে বাবার সঙ্গে দেখা করতে সুইজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা রয়েছে হলান্ডের এবং সে সময় তিনি এই আইনি সমস্যার সমাধান করবেন বলে আশা করা হচ্ছে।
বর্তমানে, ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার ম্যানচেস্টার সিটির সঙ্গে সম্পূর্ণ মনোযোগ দিয়ে খেলছেন। শনিবার তার দল টটেনহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নেবে।
হলান্ডের এই ছোটখাটো আইনি সমস্যাটি হয়তো তার ক্যারিয়ারে বড় কোনো প্রভাব ফেলবে না, তবে বিষয়টি নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক হাস্যরস শুরু হয়েছে।
মন্তব্য করুন