স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনায় মায়ামি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে ইন্টার মায়ামি ফুটবল ক্লাব। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির খেলা এই ক্লাবের কোচ টাটা মার্টিনো ব্যক্তিগত কারণে ক্লাব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সময়ে, গুঞ্জন রয়েছে যে আর্জেন্টিনার সাবেক তারকা হাভিয়ের মাশচেরানো মিয়ামির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন।

মার্টিনো শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে তিনি ইন্টার মায়ামি ছাড়ছেন। ‘এটি একটি বিশেষ ক্লাবে কাজ করার দারুণ অভিজ্ঞতা ছিল। ব্যক্তিগত কারণেই আমাকে রোজারিও ফিরে যেতে হবে,’ তিনি এক সংবাদ সম্মেলনে বলেন।

২০২৪ সালে ইন্টার মায়ামি সাপোর্টার্স শিল্ড জিতলেও প্লে-অফের প্রথম রাউন্ডেই আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয়। এই হতাশাজনক ফলাফলের পর ক্লাব নতুন দিগন্তের দিকে এগোতে চাইছে।

খবর অনুযায়ী, হাভিয়ের মাশচেরানো মায়ামির পরবর্তী কোচ হতে পারেন। ইএসপিএন জানিয়েছে, দুই পক্ষের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা চলছে। মাশচেরানো সম্প্রতি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে প্যারিস অলিম্পিকে অংশ নেন। তবে তিনি সেই আসরে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হন।

ইন্টার মায়ামির মালিক জর্জে মাস জানিয়েছেন, লিওনেল মেসির মতামত নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ‘মেসির সঙ্গে পরিচিত কোচ থাকলে সেটি আমাদের জন্য বাড়তি সুবিধা। আমি চাই মেসি নতুন কোচের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করুক,’ মাস বলেন।

এদিকে মেসির চুক্তি ২০২৫ সালে শেষ হবে, তবে চুক্তি বাড়ানোর একটি অপশন ক্লাবের হাতে রয়েছে। ২০২৬ সালে মিয়ামির নতুন স্টেডিয়াম মায়ামি ফ্রিডম পার্ক উদ্বোধনের সময় মেসিকে ক্লাবের হয়ে খেলতে দেখতে চান মাস।

‘আমি আশা করি, মেসি আমাদের সঙ্গে থাকবে এবং নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে আমাদের নেতৃত্ব দেবে,’ মাস বলেন।

২০২৫ সালে ইন্টার মায়ামি একাধিক ট্রফি জয়ের লক্ষ্যে কাজ করবে, যার মধ্যে রয়েছে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, লিগ কাপ এবং এমএলএস কাপ।

ইন্টার মায়ামি শুধু স্থানীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তাদের অবস্থান শক্ত করতে চায়। মাস ক্লাবকে দক্ষিণ আমেরিকার সেরা ক্লাবগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘কোপা লিবার্তাদোরেসে’ অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন।

‘আমি মেসিকে কোপা লিবার্তাদোরেসে ইন্টার মায়ামির হয়ে খেলতে দেখতে চাই। এটি এমন একটি প্রতিযোগিতা যেখানে মেসি আগে কখনো খেলেনি,’ মাস বলেন।

ইন্টার মায়ামি নতুন কোচ নিয়োগ এবং স্কোয়াড পুনর্গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে বড় তারকা ডিয়েগো গোমেজ ও লুইস সুয়ারেজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গোমেজ প্রিমিয়ার লিগের ব্রাইটনে যোগ দেওয়ার পথে এবং সুয়ারেজের চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা চলছে।

‘সুয়ারেজ আমাদের জন্য অসাধারণ খেলেছেন, তার পারফরম্যান্স অনবদ্য,’ মাস জানান। ‘আমাদের বাজেট সীমাহীন। আমরা বিশ্বের যে কোনো জায়গা থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে আসব।’

ইন্টার মায়ামির ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন কোচ ও ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার ঘোষণা শোনার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাময়িক বন্ধের পর খুলল যমুনা ফিউচার পার্ক

রাজকীয় সংবর্ধনায় সিক্ত সাফজয়ী ৩ পাহাড়ি কন্যা   

মোহাম্মদপুরে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

‘এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

ইউপি চেয়ারম্যানের জবাবদিহিতা নিশ্চিতে ‘হ্যালো চেয়ারম্যান’

একদিনের জন্য কারাগারে যেতে হবে হলান্ডকে!

বিশ্বব্যাংকের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রদর্শনী

‘ফ্যাসিস্ট’ হাসিনার সরকার কাউকে রেহাই দেয়নি : রিজভী

সব সংস্কার অন্তর্বর্তী সরকারের দ্বারা সম্ভব নয় : তারেক রহমান

ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে দ্রুত আলোর পথ দেখাব : ভিসি আমানুল্লাহ

১০

ম্যানসিটির অবনমন হলেও দলের সঙ্গে থাকার প্রতিশ্রুতি গার্দিওলার

১১

আন্দোলনে ঢামেক শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রেরণা জুগিয়েছিল : আসিফ মাহমুদ

১২

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে মামলা ২৭০৯ 

১৩

চাকরি দিচ্ছে ওয়ালটন, ১৮ বছর হলেই আবেদন

১৪

রাহুল-জয়সওয়ালের ব্যাটে পার্থে ভারতের দাপট

১৫

এবার ইসরায়েলের পক্ষে দাঁড়াল আরও এক দেশ

১৬

হাসিনা ও দোসরদের পুনর্বাসন নিয়ে কোনো সাফাই নয় : সারজিস

১৭

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রাহমান পুত্র এবং মোহিনী

১৮

আরও ২ দিন বন্ধ থাকবে সিটি কলেজ

১৯

বইমেলার স্টল ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি প্রকাশকদের

২০
X