
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার রাতে জয় পেয়েছে আর্সেনাল। ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে গানার শিবির। তবে একই সময়ে শুরু হওয়া ম্যাচে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১০ জনের দলে পরিণত হওয়া রেড ডেভিলসরা গোলশূন্য ড্র করে সাউদাম্পটনের সঙ্গে।
ফুলহ্যামের মাঠে ম্যাচের প্রথমার্ধেই আর্সেনালের হয়ে একটি করে গোল করেন গ্যাব্রিয়েল মাগালেস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও মার্টিন ওডেগোর।
২৭ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।
সময়টা ভালো যাচ্ছে না ম্যানইউর। লিগ লিভারপুলের মাঠে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল দলটি। তবে ইউরোপা লিগে রিয়াল বেটিসের বিপক্ষে দারুণ জয়ে কক্ষে ফেরে টেন হাগের শিষ্যরা। তবে লিগে লিভারপুল ধাক্কার পর এবার পয়েন্ট খোয়াতে হলো ব্রুনো ফার্নান্দেজের।
সাউদাম্পটনের বিরুদ্ধে প্রথমার্ধে বেশকটি গোলের সুযোগ তৈরি করেছিল ম্যানইউ। ভাগ্য সহায় হয়নি। উল্টো ৩৪ মিনিটে দশজনের দলে পরিণত হয় দলটি। প্রতিপক্ষের কার্লোস আলকারাসকে ফাউল করে শুরুতে হলুদ কার্ড দেখেন কাসেমিরো। ভিএআর মনিটরে দেখে পরে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে লাল কার্ড দেন রেফারি। ১০ জন নিয়েও ম্যাচের বাকি অংশে লড়াই করেছে ম্যানইউ। গোলের দেখা পায় নাই কোনো দল।