মাঠে এবং মাঠের বাইরে নিপাট এক ভদ্রলোক লিওনেল মেসি। পুরো ক্যারিয়ারে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নেই। তবে এবার সেই মেসির বিরুদ্ধে রেফারিকে গালি দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে শার্লটের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। সে ম্যাচে ঘটে এমন ঘটনা। ১-১ গোলের ড্র হওয়া ম্যাচে মায়ামির হয়ে গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা। যদিও এ ড্রতেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল জেরার্দো মার্তিনোর শিষ্যরা। তবে ৬৭ মিনিটে মেসির গোলে সমতায় ফেরে মায়ামি। ৭৭ মিনিটে ঘটে সে ঘটনা। মায়ামির দিয়েগো গোমেজকে নিজেদের বক্সে ফেলে দেন শার্লটের ফরাসি ডিফেন্ডার আদিলসন মালান্দা।
রেফারি রাম টাউচান ফাউলের সঙ্গে পেনাল্টির বাঁশিও বাজান। তবে ভিএআরে পাল্টে যায় সে সিদ্ধান্ত। তবে ক্ষুব্ধ হয়ে ওঠেন মায়ামির ফুটবলাররা। তবে রাগ পুষে রাখেন মেসি।
ম্যাচ শেষে রেফারির সঙ্গে কিছু একটা নিয়ে আলোচনা করতে দেখা যায় মেসিকে। তখন আর্জেন্টাইন কিংবদন্তিকে বেশ রাগান্বিত দেখাচ্ছিল। মেজর লিগ সকারের (এমএলএস) অফিসিয়াল ব্রডকাস্টের বরাত দিয়ে লাতিন আমেরিকার গণমাধ্যম ‘ইনফোবে’ দাবি করেছে, ওই সময় মেসি না কি রেফারিকে বলেন, ‘তুমি কি একটা কুকুরের বাচ্চা’!
বেশ কয়েকবার এই একই বাক্য পুনরাবৃত্তি করলে রেফারি রাম টাউচান মেসিকে হলুদ কার্ড দেখান।
الاسطورة غاضب من الحكم pic.twitter.com/CgRt46XfZe — Messi World (@M10GOAT) September 29, 2024
মন্তব্য করুন