স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাব বিশ্বকাপের ফাইনালের ভেন্যু চূড়ান্ত

ক্লাব বিশ্বকাপের ট্রফি ও জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত
ক্লাব বিশ্বকাপের ট্রফি ও জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত

২০২৫ সালে বেশ বড় করেই হবে ক্লাব বিশ্বকাপ। ৩২ দলের অংশ গ্রহণে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে ফিফার এ টুর্নামেন্ট। নতুন ফরম্যাটের এ টুর্নামেন্টের ফাইনালের ভেন্যু নির্ধারণ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান নিউ জার্সির মেটলাইট স্টেডিয়ামে হবে আলোচিত এই টুর্নামেন্টের ফাইনাল।

জুলাইয়ে শেষ হওয়া কোপা আমেরিকা কাপের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। এ কানাডা ও মেক্সিকোকে সঙ্গে নিয়ে ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করে মার্কিনিরা। বিশ্ব আসরে ভেন্যু হিসেবে থাকবে নিউ লাইফ স্টেডিয়াম।

সূচি অনুযায়ী ২০২৫ সালের ১৫ জুন শুরু হওয়ার কথা ফিফা ক্লাব বিশ্বকাপ। আর শেষ হবে ১৩ জুলাই। সর্বমোট ১২টি স্টেডিয়ামে হবে ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলো। নিউ জার্সি ছাড়াও ভেন্যু হিসেবে আরও থাকছে—মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, টিকিউএল স্টেডিয়াম, ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, হার্ড রক স্টেডিয়াম, ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, জিওডিস পার্ক, ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম, অডি ফিল্ড, লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ড, রোজ বোল স্টেডিয়াম এবং লুমিন ফিল্ড স্টেডিয়াম।

চলতি বছর ডিসেম্বরে হবে ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র। অংশগ্রহণকারী ৩২ দলের মধ্যে নিশ্চিত হয়েছে ৩০ দল। ২০০০ সালে ক্লাবগুলোকে নিয়ে বিশ্বকাপ চালু করে ফিফা। ২০২২ সালে আরও বড় করে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, ২০২৫ সাল থেকে ৩২ দলের অংশগ্রহণে হবে ক্লাব বিশ্বকাপ।

ইউরোপের ১২টি, দক্ষিণ আমেরিকা ৬টি, আফ্রিকা, এশিয়া এবং উত্তর-মধ্য আমেরিকার ৪টি করে ক্লাব অংশ নেবে ফিফা এই টুর্নামেন্টে। বাকি দুটির দলের একটি ওশেনিয়া মহাদেশের এবং অপরটি স্বাগতিক দেশের ক্লাব।

ইউরোপীয় ক্লাবগুলো মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো দল। লাতিন আমেরিকা থেকে থাকবে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স, রিভারপ্লেট, ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো।

ফিফা সভাপতি ক্লাব বিশ্বকাপ নিয়ে বলেন, ‘এই নতুন ফিফা প্রতিযোগিতা বিশ্বব্যাপী ক্লাব ফুটবলে সত্যিকারের সংহতি এবং অন্তর্ভুক্তির সত্যিকারের এক উদাহরণ হয়ে থাকবে, যা আফ্রিকা, এশিয়া, মধ্য ও উত্তর আমেরিকা এবং ওশেনিয়ার সেরা ক্লাবগুলোকে নতুন বিশ্বকাপে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শক্তিশালী ক্লাবগুলোর বিপক্ষে খেলার সুযোগ দিয়েছে। এটি বিশ্বব্যাপী ক্লাব ফুটবল এবং প্রতিভা বৃদ্ধিতে ব্যাপকভাবে প্রভাব ফেলবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রের সূচনার জন্য দ্রুত নির্বাচন চান গয়েশ্বর

বজ্রপাতে শিক্ষার্থীসহ প্রাণ গেল ৫ জনের

সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা আটক

ভারতে মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে জবিতে বিক্ষোভ

এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ

টাঙ্গাইলে সনাতন সম্প্রদায়দের সঙ্গে বিএনপির মতবিনিময়

১২৩ বিজিপি সেনার বিনিময়ে মিয়ানমার থেকে ফিরলেন ৮৫ বাংলাদেশি

‘জনগণের সরকারই পারে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে’

কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলা নিয়ে লুকোচুরি

সচিবালয়কে প্লাস্টিকমুক্ত করার ঘোষণা

১০

একের পর এক ঘটনায় বিপর্যস্ত পাকিস্তানে কী ঘটছে?

১১

কর্মীদের উদ্দেশে শিবির সেক্রেটারির জরুরি বার্তা

১২

বান্দরবানে পর্যটক ভ্রমণে ২০ শতাংশ ছাড় ঘোষণা

১৩

মেয়ের জন্য খাবার কিনতে গিয়ে আর ফেরেননি শহীদ শাহাবুদ্দিন

১৪

টাইমের কভারেই কী কপাল পুড়ল শেখ হাসিনার?

১৫

কালবেলার সাংবাদিক লিটনকে / জনপ্রশাসন মন্ত্রণালয় তলব করায় প্রতিবাদ ও মানববন্ধন 

১৬

যে বোমা দিয়ে আঘাত হানা হয় প্রতিরোধ যোদ্ধাদের সদরদপ্তরে

১৭

সিলেট স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

১৮

কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

১৯

মেট্রোরেলে ২০২ জন নিয়োগ, আবেদনের সময় বৃদ্ধি

২০
X