
আর্জেন্টিনার কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। এরপরই ডাচদের কোচের পদ থেকে সরে দাঁড়ান লুই ফন গাল। তার স্থলাভিষিক্ত হলেন রোনাল্ড কোম্যান।
এর আগে তিন মেয়াদে নেদারল্যান্ডসের কোচের দায়িত্ব পালন করেন বার্সেলোনা, আয়াক্স, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ লুই ফন গাল। যদিও আগে থেকে ঠিক ছিল সবকিছু।
কাতার বিশ্বকাপের পর কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ছিল প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসাধীন ফন গাল। এখন তিনি চিকিৎসায় পুরোপুরি মনোযোগ দিতে চান।
এর আগে জাতীয় দলের বাদ দিয়ে বার্সেলোনার কোচের দায়িত্ব নিয়েছিলেন রোনাল্ড কোম্যান। কিন্তু হতাশাজনক বার্সা অধ্যায়ের পর আবারও জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়া কথা ছিল তার।
হচ্ছেও তাই। ডাচ ফুটবল ফেডারেশনের পরিচালক মারিয়েন ফন লিউয়েন বলেন, ‘আর আগে প্রথম মেয়াদে কোচ হিসেবে কোম্যানের কাজ এবং ফলাফল নিয়ে আমরা সন্তুষ্ট।’