আহমেদাবাদ টেস্ট ড্র, সিরিজ জিতল ভারত

টেস্ট সিরিজ জয়ের উল্লাসে টিম ইন্ডিয়া
টেস্ট সিরিজ জয়ের উল্লাসে টিম ইন্ডিয়াছবি: সংগৃহীত

রান বন্যায় অনুমিতভাবে ড্র হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার আহমেদাবাদ টেস্ট। চার টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতল স্বাগতিক ভারত। এর আগে প্রথম দুটি টেস্টও জিতেছিল ভারত। তৃতীয় টেস্ট জেতে অস্ট্রেলিয়া। চতুর্থ ও শেষ টেস্ট হলো ড্র।

প্রথম তিন টেস্টই শেষ হয়েছিল আড়াই থেকে তিন দিনে। পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তবে আহমেদাবাদে ম্যাচ অমীমাংসিত থেকেছে পঞ্চম দিনে।  

প্রথম ইনিংসে ৪৮০ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ভারত শুভমান গিল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে তোলে ৫৭১ রান। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৫ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। লিড ২৬৬ রানে। তবে সোমবার পঞ্চম ও শেষ দিনের খেলা বাকি তখন ১৫-১৬ ওভার। ভারত তাই ব্যাটিংয়ে নামেনি। ড্র মেনে নেয় দুই দল। এ নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা চতুর্থবার বোর্ডার–গাভাস্কার ট্রফি জিতল ভারত।

টেস্ট সিরিজ জয়ের উল্লাসে টিম ইন্ডিয়া
আবারও মাস সেরা ক্রিকেটার হ্যারি ব্রুক

১৮৬ রান করার সুবাদে শেষ টেস্টে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ভারতের বিরাট কোহলি। চার টেস্টে ২৫ উইকেট ও ৮৬ রান করার সুবাদে সিরিজ সেরার পুরস্কার জেতেন ভারতের স্পিনার রবী চন্দ্রন অশ্বিন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com