
নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স নেই। ভারতের বিরুদ্ধে শেষ দুই টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভেন স্মিথ। এবার কোহলিদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন স্মিথ।
দ্বিতীয় টেস্টের পর মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফেরেন প্যাট কামিন্স। তার মা মারা যান গত সপ্তাহেই। কামিন্সেরও আর ফেরা হয়নি। তার পরিবর্তে স্মিথের কাঁধেই এখন দলের দায়িত্ব।
টানা দুই টেস্ট অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরেছিল তিন দিনে। তবে বাকি দুই টেস্টে স্মিথের নেতৃত্বে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্ট জয়ের পর আহমেদাবাদে চতুর্থ ও শেষ টেস্টে ড্র করে অজিরা। যদিও ২-১ ব্যবধানে বর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া হয় সফরকারীদের।
২০১৮ সালে বল টেম্পারিং বিতর্কে নিষিদ্ধ হওয়ার পর নেতৃত্বেও নিষেধাজ্ঞা ছিল স্মিথের। সেই নিষেধাজ্ঞা কাটানোর পর তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। কামিন্সের অনুপস্থিতিতে গত চার বছরে চারটি টেস্টে নেতৃত্ব দিয়ে ফেললেন তিনি। তবে এই দফায় ওয়ানডেতে টস করতে নামবেন তিনি প্রথমবার।
আগামী ১৭ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ১৯ মার্চ দ্বিতীয় ওয়ানডে বিশাখাপত্তমে। তৃতীয় ও শেষ ওয়ানডে ২২ মার্চ চেন্নাইয়ে।