
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে শুরুটা ভালোই হয়েছে স্বাগতিকদের। পাওয়ার প্লের ৬ ওভারে রান আসে বিনা উইকেটে ৪৬। সাজঘরে ফিরেছেন রনি, ফিফটি করেছেন লিটন। ১৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৩৬।
ষষ্ঠ ওভারে নতুন জীবন পান রনি তালুকদার। আর্চারের তৃতীয় বলে আকাশে বল তুলে দিয়েছিলেন রনি। তবে সহজ ক্যাচ তালুবন্দী করতে পারেননি রেহান মাহমুদ। তবে এই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।
অষ্টম ওভারে রশিদের বলে তার হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রনি। ২২ বলে তিন চারে ২৪ রান করেন তিনি। দলীয় ৫৫ রানে প্রথম উইকেট হারালো বাংলাদেশ।
ওয়ানডে সিরিজের পর প্রথম দুই টি-টোয়েন্টিতেও রান ছিল না লিটন দাসের ব্যাটে। শেষটায় এসে যেন নিজেকে কিছুটা খুঁজে পেলেন এই ওপেনার। করলেন ফিফটি, ৪১ বলে। একই সময়ে বাংলাদেশের রান স্পর্শ করল তিন অঙ্ক। ব্যক্তিগত ৭৩ রানে সাজঘরে ফেরেন লিটন। টি টোয়েন্টিতে এটি লিটনের সেরা ইনিংস, আগেরটি ছিল ৬৯ রানের।
বাংলাদেশ দলে দুটি পরিবর্তন। দলে ফিরেছেন শামীম পাটোয়ারি। বাদ পড়েছেন আফিফ হোসেন। এই ম্যাচে অভিষেক হয়েছে বাঁ হাতি স্পিনার তানভীর ইসলামের। টানা দুই ম্যাচ জিতে সিরিজে ২-০তে এগিয়ে বাংলাদেশ। সাকিবদের সামনে প্রথমবারের মতো ইংলিশদের হোয়াইটওয়াশ করার মিশন।
বাংলাদেশ দল: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানভির ইসলাম, হাসান মাহমুদ।