
প্রথম দুই ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আগের সিরিজ নিশ্চিত করেছে ভারত। তাই ইন্দোর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি ছিল নিয়ম রক্ষার। ম্যাচে শতরান করেন ভারতীয় অধিনায়ক। এটি রোহিতের ৩০তম ওয়ানডে শতক।
কিউই বোলারদের নাস্তানাবুদ করে মাত্র ৮৫ বলে ১০১ রান করেন রোহিত। ৯টি চার ও ৬টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। শুভমান গিলকে নিয়ে গড়েন ২১২ রানের ওপেনিং জুটি। মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হন রোহিত।
এর আগে সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে শতকের দেখা পেয়েছিলেন রোহিত। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ১১৯ রান। তিন বছর পর ওয়ানডে ক্রিকেটে শতকের দেখা পেলেন তিনি। শুধু রোহিত নন এ ম্যাচে শতরান পেয়েছেন আরেক ওপেনার শুভমান গিলও। ১১২ রান করেন ডানহাতি এই ব্যাটার।