হৃদয় চমকে শেখ জামালের দারুণ শুরু

তৌহিদ হৃদয়
তৌহিদ হৃদয়ছবি: সংগৃহীত

দাপুটে জয়ে ঢাকা প্রিমিয়ার লিগের মিশন শুরু করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তৌহিদের ঝড়ো ফিফটিতে লিগের নবাগত দল ঢাকা লেপার্ডসকে ৮ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বুধবার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিতে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ১৬৯ রানে অল আউট হয়ে লেপার্ডস। বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়ায় ৪২ ওভারে ১৭২ রান। হৃদয় ও সৈকত আলির ফিফটির সুবাদে ৩১.৩ ওভারেই লক্ষ্যে পোৗছায় শেখ জামাল।

৩০ বলে ৫৪ রানের দারুণ ইনিংস খেলে অপরাজিত থাকেন তৌহিদ হৃদয়। তার ইনিংসে ছিল ৯ চার ও ২টি ছক্কা। সৈকত আলীর ব্যাট থেকে আসে ৫৬ বলে ৬৩ রানের ইনিংস।

তৌহিদ হৃদয়
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শান্তর উল্লম্ফন

ফজলে মাহমুদের সঙ্গে হৃদয়ের ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে পাইয়ে দেয় অনায়াস জয়। ৭৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন ফজল মাহমুদ। ঢাকা লেপার্ডসের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেছন পিনাক ঘোষ। মইন খান করেন ৪০ রান। বল হাতে ৩টি করে উইকেট নেন শেখ জামালের মৃত্যুঞ্জয় চৌধুরি ও পারভেজ রাসুল।

অন্যদিকে ফতুল্লায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে বৃষ্টি আইনে ২০ রানে হেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বল হাতে তিন উইকেট ও অপরাজিত ২৯ রানের ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন লিজেন্ডস অব রূপগঞ্জের চিরাগ আলী।

সাভারে সিটি ক্লাবকে সাত রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে কমে আসা নির্ধারিত ৪৪ ওভারে ৬ উইকেটে ২১৬ রান করে প্রাইম ব্যাংক। জবাবে সিটি ক্লাব তুলতে পারে সাত উইকেটে ২০৯ রান। ব্যাট হাতে দুই ছক্কায় ২৮ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি বল হতে দুই উইকেট নেয়া প্রাইম ব্যাংকের স্পিনার তাইজুল ইসলাম জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com