১২০৫ দিনের অপেক্ষা শেষ কোহলির!

ক্যারিয়ারের ২৮তম টেস্ট শতকের পর বিরাট কোহলির উল্লাস।
ক্যারিয়ারের ২৮তম টেস্ট শতকের পর বিরাট কোহলির উল্লাস।ছবি : সংগৃহীত

ইডেন থেকে আহমেদাবাদ—মাঝে ১ হাজার ২০৫ দিনের বিরতি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টেস্টে তিন অঙ্কের দেখা পেলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে ৫০তম টেস্ট খেলতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটের ৭৫তম শতকটি করেন ভারতের সাবেক এই অধিনায়ক। 

বর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৮০ রানের জবাবটা বেশ ভালোভাবে দিচ্ছে ভারত। স্বাগতিক ব্যাটারদের মধ্যে প্রথম শতরানের ইনিংস খেলেন শুভমান গিল। সব কিছুর পর ভারতীয়দের জন্য স্বস্তির বিষয় বিরাট কোহলির শতক।

ধীরস্থির ব্যাটিংয়ে ২৪১ বলে ক্যারিয়ারের ২৮ টেস্ট শতকের দেখা পান তিনি। এতে মাত্র ৫টি চারের মার ছিল। এর আগে সর্বশেষ ২০১৯ সালে ২৩ নভেম্বর ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে শতক করেছিলেন ডানহাতি এই ব্যাটার।

টেস্টের দ্বিতীয় দিনের সেঞ্চুরিয়ান শুভমান গিলের আউটের পর ২৩৫ রানে পিছিয়ে ছিল ভারত। এই অবস্থায় কোনো ব্যাটারকে খেলতে হতো বড় রানের ইনিংস। সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বিরাট। ১০৮ টেস্ট খেলতে নামা ডানহাতি এই ব্যাটার গোটা ইনিংসজুড়ে ছাপ রাখেন অভিজ্ঞতার।

ক্রিজে এসে শতক করা শুভমানকে পান তিনি। ডানহাতি এই ওপেনারকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন কোহলি। এরপর রবীন্দ্র জাদেজাকে নিয়ে গড়েন ৬৪ রানের জুটি। এখন পর্যন্ত সবচেয়ে বড় ৮৪ রানের জুটি গড়েন উইকেটকিপার শ্রীকর ভারতকে নিয়ে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com