
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোববার মিরপুরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করছে ইংলিশরা। তৃতীয় ওভারেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। বিদায় নিয়েছেন ইংলিশ ওপেনার ডেভিড মালান। এরপর সাকিব-মিরাজ তোপে ধুকছে ইংল্যান্ড। ৯১ রানে ছয় উইকেট হারিয়েছে সফরকারীরা।
তৃতীয় ওভারের দ্বিতীয় বলে তাসকিনের বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ দেন মালান। ৮ বলে তিনি করেন ৫ রান। বাউন্ডারি একটি। হুট করে ওপেন করতে এসে অভিজ্ঞতাটা ভালো হলো না মালানের।
বল হাতে দ্বিতীয় আঘাতটা হানেন সাকিব আল হাসান। ওপেনার ফিল সল্টকে ফেরান বাংলাদেশ অধিনায়ক। নিজের বলে সাকিব নিজেই লুফে নেন ক্যাচ। ১৯ বলে তিন চার ও এক ছক্কায় ২৫ রান করে ফেরেন সল্ট। ৭.১ ওভারে ইংল্যান্ডের রান ২ উইকেটে ৫২।
দলীয় ৫৫ রানের মাথায় জস বাটলারকে সাজঘরে ফেরত পাঠান বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ। ইয়র্কার লেন্থের বলে বোল্ড হয়ে যান ইংলিশ অধিনায়ক। ৬ বলে মাত্র ৪ রান করেন বাটলার।
দলীয় স্কোরে মাত্র ২ রান যোগ হতেই আবারও টাইগার শিবিরে উল্লাস। এবার বল হাতে চমক দেখান দলে ফেরা স্পিনার মেহেদী হাসান মিরাজ। তার বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে বদলি খেলোয়াড় শামীম হাসানের তালুবন্দি হন মঈন আলী। ১৭ বলে সমান এক চার ও ছক্কায় ১৫ রান করেন তিনি।
১৫তম ওভারে জোড়া আঘাত মেহেদী হাসান মিরাজের। বিদায় নেন স্যাম কুরান (১২) ও ক্রিস ওকস (০)। দুজনই মিরাজের বলে হন স্টাম্পড। ১৪.৪ ওভারে ৯১ রানে ৬ উইকেট পতন ইংল্যান্ডের।