প্রথমবারের মতো টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারাতে পেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ পেয়েছে ৬ উইকেটের দাপুটে জয়। দারুণ জয়ের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৬ রান করে ইংল্যান্ড। জবাবে দুই ওভার হাতে রেখে লক্ষ্যে পৌছায় বাংলাদেশ, ১৫৮/৪।
ব্যাট হাতে শুরুটা দারুণ করেন লিটন ও রনি তালুকদার। এই দুজনের বিদায়ের পর শান্ত ও হৃদয় দারুণ জুটি গড়ে তোলেন। বিশেষ করে শান্ত ছিলেন একটু বেশিই অশান্ত। ২৭ বলে হাঁকান ফিফটি। ৩১ বলে আট চারে ৫১ রানে ফেরেন সাজঘরে।
তার ইনিংসেই বাংলাদেশের জয়ের আশার ভিত্তি মজবুত হয়। শেষটা করেন দারুণভাবে সাকিব ও আফিফ অপরাজিত থেকে। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে শান্ত প্রশংসা করেন বোলারদের। তিনি বলেন, ‘ইংল্যান্ডের মতো দলকে আমরা দেড়শর মধ্যে (১৫৬) রাখতে পেরেছিলাম। সেই কৃতিত্ব অবশ্যই বোলারদের। জয়ের লক্ষ্যে আমরা সাবলিল ব্যাটিং করতে পেরেছিল বলেই দারুণ জয় এসেছে।’
সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ১২ মার্চ মিরপুরে। একই ভেন্যুতে ১৪ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি। প্রথম ম্যাচ জেতায় তিন ম্যাচ সিরিজে বাংলাদেশের লিড ১-০ ব্যবধানে।