টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিকদের সামনে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার মিশন। শেষ ম্যাচেও কী দোর্দণ্ড দাপটে দেখা যাবে সাকিবদের?
ধবলধোলাইয়ের সুযোগ থাকলেও এই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার আভাস দিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার তিনি এ প্রসঙ্গে বলেন, ‘বেঞ্চটা দেখা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি রিজার্ভ ক্রিকেটারদের খেলার সুযোগ না দেন, প্রস্তুত হওয়ার সুযোগটা না দেন, কখনো যদি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মূল খেলোয়াড়রা ইনজুরিতে থাকে, তখন তো কোনো প্রস্তুতি ছাড়াই (অন্য ক্রিকেটারদের) খেলতে হয়। সেই সুযোগটা দল নেবে কি না, সেই আলোচনা এখনো হয়নি। সেটা করতে পারে। সেটা করলে কোনো সমস্যা নেই।’
দ্বিতীয় ম্যাচে যেমন দলে ছিল একটি পরিবর্তন। শামীমের পরিবর্তে খেলেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরাও হন তিনি। অভিষেকের অপেক্ষায় আছেন তানভির ইসলাম ও রেজাউর রহমান রাজা। পরীক্ষিত কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান দুই ম্যাচই বেঞ্চে বসে দেখেছেন।
শেষ ম্যাচটি জেতার জন্য মরিয়া বাংলাদেশ। এই ম্যাচটি জিততে পারলে জিম্বাবুয়ের পর টেস্ট খেলুড়ে কোনো দেশের বিরুদ্ধে ৩-০ তে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি ঘরে তুলতে পারবে বাংলাদেশ। সুযোগটা হাতছাড়া করতে নারাজ সুমন।
তিনি বলেন, ‘অবশ্যই তৃতীয় ম্যাচটা জেতার চিন্তা নিয়েই খেলব। আমরা যে ধরনের খেলা খেলছি, এই প্রক্রিয়াটা যদি ধরে রাখতে পারি, সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ। জিততে পারলে অবশ্যই এর চেয়ে ভালো কিছু হবে না। বিশ্ব চ্যাম্পিয়ন দল, তাদের বিপক্ষে সিরিজ জিতেছি। শেষ ম্যাচটা জিতে শেষ করতে পারলে আরও ভালো কিছু হবে। তবে এখনো পর্যন্ত আমি খুবই খুশি, দল যেভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে সাড়া দিচ্ছে।’