টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শান্তর উল্লম্ফন

নাজমুল হোসেন শান্ত।
নাজমুল হোসেন শান্ত।ছবি: সংগৃহীত

একটা সময় সমালোচনার তীরে ক্ষতবিক্ষত হয়েছেন। সব সয়েছেন নীরবে। চেষ্টা করেছেন সাফল্যকে আলিঙ্গন করতে। করেছেন কঠোর পরিশ্রম। তার ফলটা এখন পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বিপিএল থেকে শুরু, ইংল্যান্ডের বিরুদ্ধে আরও আলোকিত। ব্যাট হাতে শান্ত যেন নতুন রূপে আবির্ভূত হওয়া এক ব্যাটার।

ব্যাট হাতে দারুণ সাফল্য পাওয়ায় টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন শান্ত। এগিয়েছেন ৬৮ ধাপ। তার অবস্থান এখন ১৬তম। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বর্তমানে যা সেরা অবস্থান। শান্তর ঠিক উপরে ১৫তম অবস্থানে আছেন ভারতের বিরাট কোহলি।

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে পারফর্ম করার পুরস্কার পেয়েছেন ওপেনার লিটন দাসও। বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাসকিন ও মোস্তাফিজুরও। আর এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫১ রান করেন শান্ত। পরের দুই ম্যাচে অল্পের জন্য পাননি ফিফটির দেখা। অপরাজিত থাকেন যথাক্রমে ৪৬ ও ৪৭ রানে। হয়েছেন সিরিজ সেরা।

শেষ টি-টোয়েন্টিতে ৭৩ রানের ইনিংস খেলার সুবাদে লিটন এগিয়েছেন ৯ ধাপ, উঠে এসেছেন ২২ নম্বরে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের ২০তম অবস্থানে উঠে এসেছেন মোস্তাফিজ। ৯ ধাপ এগিয়ে সাকিব আছেন ২৪ নম্বরে। তাসকিন এগিয়েছেন ৭ ধাপ, আছেন ৪১ নম্বরে। টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সবার উপরে ভারতের সূর্যকুমার যাদব। দ্বিতীয় ও তৃতীয় স্থানে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। চারে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। পাঁচে দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com