প্রথমবারের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়, তাও হোয়াইটওয়াশ করে। এমন সাফল্যে ভাসছে গোটা বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও উচ্ছ্বসিত। বিশেষ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ইংলিশদের হোয়াইটওয়াশ করায় ক্রিকেটারদের জন্য বোনাস অর্থের ঘোষণা দিয়েছে বিসিবি।
ম্যাচের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, 'যে কোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা বোনাস দেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার তাই ওরা এটা পাবে।'
বিসিবি সভাপতি আরও বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন প্লাস হোয়াইটওয়াশ। ওরা একটু বেশি চেয়েছে। যেটা ওরা পেয়ে থাকে এটাই পাবে। তবে এবার পারফরম্যান্স বোনাসটাও আলাদা পাবে। তবে এটা কত হবে এখন বলা মুশকিল, কাল পরশুর মধ্যে জেনে যাবেন।'